প্রশংসা শুনতে কার না ভালো লাগে! আর সেটা যদি যায় স্ত্রীর পক্ষে, তাহলে তো কথাই নেই। স্ত্রীদের প্রশংসা করার জন্য একটি বিশেষ দিবসও রয়েছে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সেই দিন। ২০০৬ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে ‘স্ত্রী প্রশংসা দিবস’ পালিত হয়।
যদিও সেটি এতোকাল বাংলাদেশের পালে হাওয়া দিতে পারেনি। যে হাওয়া এবার ছড়িয়ে দিলেন নায়িকা পরীমণি।
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেছেন রাজ। যেখানে দেখা গেলো, আহ্লাদি ভঙ্গিমায় স্বামীর সঙ্গে কথা বলছেন পরী। ভিডিওতে কান পাতলে শোনা যায়;
পরী: (কান্নার ছলে) ভালোবাসতে না কেন?
পরী: ওই যে তখন
রাজ: তো এখন?
পরী: এখন তো বাসো (মুখে আহ্লাদি হাসি)
স্ত্রীর প্রতি রাজের এমন শুভেচ্ছা বার্তার আগে পরীমণি দিবসটির কথা স্বামী ও জাতিকে একসঙ্গে মনে করিয়ে দেন এভাবে- ‘আজকে একটা দিবস আছে বুঝছো রাজ!’
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর সেই খবর প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটিও দেন। গত ১০ আগস্ট একটি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন রাজ-পরী। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।