" />
পেসার মোহাম্মদ সামির করোনায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কপাল খুলে গেছে উমেশ যাদবের। ভারতের টি-টোয়েন্টি দলে তিন বছরেরও বেশি সময় পর ফিরেছেন ৩৪ বছর বয়সী পেসার। সর্বশেষ সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেছেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।অথচ উরুতে চোট থাকায় রিহ্যাবে যাওয়ার কথা ছিল উমেশের। এখন জাতীয় দলে ডাক পাওয়ায় দীর্ঘদিন পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্শল প্যাটেল, দীপক চাহার, জসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।