" />
গত মৌসুমের লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের গোলের সেরা যোগানদাতা করিম বেনজেমা। তিনি ইনজুরিতে। ওই জায়গায় সুযোগ পাওয়া এডেন হ্যাজার্ড সেরাটা দিতে পারেননি। ভিনিসিয়াস দায়িত্ব নিয়ে দলকে টানছেন। তার সঙ্গে তারুণ্যের ঝান্ডা উচিয়ে ধরেছেন ফেদে ভালভার্দে-রদ্রিগো গোয়েসরা।মৌসুমের পাঁচ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবু পয়েন্ট টেবিলে দুইয়ে তারা। বড় পরীক্ষা এখনও দিতে হয়নি কার্লো আনচেলত্তির দলের। তারপরও আলমেরিয়া ও রিয়াল বেটিসের বিপক্ষে কষ্টে জিতেছে লস ব্লাঙ্কোসরা। গোলের লড়াইয়ে বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে তারা।
অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ এখনও সেরা ছন্দে ফিরতে পারেনি। পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়ে টেবিলে সাতে তারা। ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচ হলেও রক্ষণ দেয়াল তুলে খেলতে হবে ডিয়াগো সিমিওনের দলের। রোজি ব্লাঙ্কোস কোচ ডিয়াগো সিমিওনের খেলার ধরনও সেটাই। তবে ইনজুরি দলকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
রক্ষণে স্টেফান সেভিক, সের্গিও রেগুইলন, জোসে গোমেজ নেই। মিডফিল্ডার টমাস লেমারও খেলতে পারবেন না। অ্যাথলেটিকো কোচ সিমিওনে তাই পাঁচ ডিফেন্ডার নিয়ে ছক কষতে পারেন। সেক্ষেত্রে তিন মিডফিল্ডার ও দুই উইঙ্গার শুরু করবেন। স্বাগতিকদের জন্য গোলরক্ষক জ্লান অব্লাকের ফেরা অবশ্য বড় স্বস্তি।
দেখার থাকবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কীভাবে তার একাদশ সাজান। ইনজুরি কাটিয়ে এদের মিলিতাও-এর ফেরার কথা। ব্লাঙ্কোস কোচ মিলিতাও-আলাবা জুটি থেকে সরে মিলিতাও-রুডিগার জুটি গড়তে পারেন। ফারল্যান্ড মেন্ডিকে সরিয়ে লেফট ব্যাকে রাখতে পারেন আলাবাকে। অন্য টকিং পয়েন্ট হলো স্ট্রাইকার পজিশনে হ্যাজার্ড থাকবেন নাকি রদ্রিগো গোয়েস।
অ্যাথলেটিকো মাদ্রিদের সম্ভাব্য একাদশ: অব্লাক, ফিলিপে, উইটসেল, রেইনান্ডো, মলিনা, সাউল, কোনডগবিয়া, কোরেইরা, কোকে, ফেলিক্স, মোরাতা।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: কর্তুয়া, মিলিতাও, আলাবা, কারভাহাল, মেন্ডি, চুয়ামেনি, মডরিচ, ক্রুস, ভালভার্দে, ভিনিসিয়াস ও রদ্রিগো।