" />
বদলি খেলোয়াড়ের চমকপ্রদ ব্যবহার দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। যাকে বলা হচ্ছে- ইমপ্যাক্ট প্লেয়ার।
এক্ষেত্রে একাদশের একজনকে বদল করার সুযোগ থাকছে। বদলি খেলোয়াড় আবার ব্যাটিং-বোলিংও করতে পারবেন। আর সেটি কার্যকর হবে আগামী মৌসুম থেকেই। মূলত ফুটবল, রাগবি, বাস্কেট বলের মতো খেলাকে আরও গতিশীল ও আকর্ষণীয় করতেই এমন উদ্যোগ।এক্ষেত্রে টসের সময় দুই দল তাদের একাদশের সঙ্গে চারজন বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। এই চারজন থেকে একজন নামানো যাবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে। নিয়ম অনুযায়ী কোনও ইনিংসের ১৪তম ওভার শেষের আগে যে কোনও মুহূর্তে এই বদলি খেলোয়াড় নামানো যাবে। আর বদলি খেলোয়াড় ব্যাট/বোলিং দুটোই করতে পারবেন। আর এই ইমপ্যাক্ট প্লেয়ারের কৌশলগত প্রভাবও অনেক থাকবে। যেমন ইমপ্যাক্ট প্লেয়ার এমন ব্যাটারের পরিবর্তে নামতে পারবেন, যিনি এরই মধ্যে আউট হয়ে গেছেন। তবে ব্যাটারের সংখ্যা থাকবে ১১টিই। পাশাপাশি বোলিংয়ের ক্ষেত্রেও দেখা যাবে যে বোলার তার কোটার কয়েক ওভার এরই মধ্যে বল করেছেন, তার জায়গায় বদলি হয়ে নামা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ পূর্ণ ৪ ওভার বোলিং করতে পারবেন। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে চলমান এক্স-ফ্যাক্টর নিয়মের প্রসঙ্গ অবতারণা করা যেতে পারে। দুটোর তুলনা করলে ইমপ্যাক্ট প্লেয়ারের প্রভাব আরও বেশি! বিগ ব্যাশে একাদশের বাইরে একজনকে বদলি করা যায় ঠিকই তাও সেটা মাঝ পথে অর্থাৎ দশম ওভারের পর। কিন্তু এখানে শর্ত আছে। আগে ব্যাট করে গেছেন বা এক ওভারের বেশি বোলিং করেছেন, তাদের বদলি কাউকে নামানো যায় না। বিসিসিআই এরই মধ্যে তার সব রাজ্য অ্যাসোসিয়েশনকে এই বার্তা ইমেইলের মাধ্যমে দিয়ে দিয়েছে। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক দিন ধরেই এই কৌশলগত পরিবর্তন আইপিএলে চালু করতে চাচ্ছিল। কিন্তু শুরুতে তারা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এর ব্যবহার করে দেখতে চাইছে। যদি কার্যকর হয়, তাহলে আইপিএলে আগামী বছরেই দেখা যেতে পারে এই নিয়ম।