বাংলা টাইগার্সের হয়ে টি-টেন লিগে খেলবেন সাকিব আল হাসান। এর আইকন ক্রিকেটারের পাশাপাশি অধিনায়কও তিনি। তার সতীর্থ তামিম ইকবালকেও দেখা যেতে পারে আসন্ন মৌসুমে। টি-টেন লিগের অফিশিয়াল ফেসবুক পেজ জানিয়েছে, ড্রাফটে নাম লিখিয়েছেন দেশসেরা ওপেনার।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। আবুধাবিতে টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী নভেম্বরে। ষষ্ঠ আসর শুরু হবে ২৩ নভেম্বর। ছয় দলের টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক টুর্নামেন্টটির উদ্বোধনী আসরেও অংশ নিয়েছিলেন। ২০১৭ সালে শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাখতুনসের হয়ে খেলেছিলেন। আয়োজকরা জানিয়েছেন, তামিম ছাড়াও ড্রাফটে আরও নাম রয়েছে জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রিজা হ্যান্ড্রিকস ও জেমস ভিন্সের মতো খেলোয়াড়ের।
এদিকে আইকন সাকিবের পাশাপাশি বাংলা টাইগার্সে দ্বিতীয়বারের মতো কোচ হয়েছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। দলটির মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।