" />
আকর্ষণীয় কনটেন্ট তৈরি এবং নতুন ও কাঙ্ক্ষিত কমিউনিটি খুঁজে পাওয়ার লক্ষ্যে টিকটক তাদের ক্রিয়েটর টুলগুলোকে আরও সম্প্রসারিত করছে। ব্যবহারকারীরা যাতে এসব টুলগুলো ব্যবহার করে স্বতঃস্ফূর্তভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, সে জন্যই নিয়ে আসা হলো ‘টিকটক নাউ’।
প্রিয়জনদের প্রতিদিনের ছবি ও ভিডিও অভিজ্ঞতা শেয়ারের উপায় হলো টিকটক নাউ, যেখানে ব্যবহারকারীরা প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন নিমিষেই। ব্যবহারকারীরা একটি ১০-সেকেন্ডের ভিডিও বা একটি স্ট্যাটিক ফটো ক্যাপচার করার জন্য একটি দৈনিক প্রম্পট পাবেন। যেখানে তারা যা করছেন তা দ্রুত এবং সহজে শেয়ার করতে পরবেন।