২৬ আগস্ট থেকে অনুশীলনে আছে জাতীয় ফুটবল দল। প্রস্তুতিটা কেমন হলো তা বোঝা যাবে কাল। সোমবার জামাল ভূঁইয়ারা আনঅফিশিয়াল ম্যাচ খেলবে কম্বোডিয়ার সঙ্গে। দেশটির রাজধানী নমপেনে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট শুরু হবে ক্লোজ ডোর ম্যাচ।
অনানুষ্ঠানিক মোড়কে থাকায় ম্যাচটির ফল ফিফা র্যাঙ্কিংয়ে বিবেচিত হবে না। এই ম্যাচ আবার ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফিফা প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগও। বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন ভিডিও বার্তায় বলেছেন, ‘ফিফার থেকে অনুমতি নিয়ে আমরা খেলছি। আনঅফিশিয়ালি ম্যাচ হবে। যেহেতু আমরা দেশে কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। তাই এই ম্যাচ খেলছি।’
দলের মধ্যে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা চোট পেয়েছেন। তাকে ছাড়া অন্যদের এই ম্যাচে পরখ করবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এছাড়া মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্টও আছেন দলের সঙ্গে। আগের দিন তার বাবা মিশেল বিশ্বাস ইহলোক ত্যাগ করেছেন। তার স্মরণে আজ অনুশীলনে এক মিনিট নীরবতাও পালন করা হয়েছে।র্যাঙ্কিংয়ে কম্বোডিয়া এগিয়ে আছে অনেক। তাদের অবস্থান ১৭৪তম স্থানে। আর বাংলাদেশ ১৯২! বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচের আগে বলেছেন, ‘ভালো অনুশীলন হচ্ছে এখানে। কালকে আমাদের ম্যাচ। তাও আবার ক্লোজ ডোর। এটা খেলতে পারলে বুঝবো ওরা কেমন খেলে। সবাই খেলার জন্য মুখিয়ে আছে।’