" /> এই আফসোসটা করতে চাই না: মাহিয়া মাহি - নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
বিএনপির সর্বনাশ হচ্ছে,তারেক রহমানের কারণে: আখতারুজ্জামান আরও ৯৩ জনের আবেদন, প্রার্থিতা ফিরে পেতে সুনামি সতর্কতা,ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ডেনমার্ক পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ পদত্যাগের গুঞ্জনে যা বললেন বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত বৃষ্টির মধ্যে রাজধানীতে দুই বাসে আগুন পুতিনকে জিততে দিতে চান না বাইডেন রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ পাঁচ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুরের কাছে ব্যাখ্যা তলব মির্জা ফখররুলকে কেন জামিন নয়: হাইকোর্ট পান্নুন হত্যা : ভারতে আসছেন এফবিআইয়ের পরিচালক নওয়াজ-সুজাত বৈঠক, আসন ভাগাভাগির পরিকল্পনা পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ সত্য নয় যুক্তরাষ্ট্র পেলে-নেইমারের ক্লাব সান্তোসের প্রথম অবনমন ১১১ বছরের ইতিহাস রুবিয়ালেস কী ইংল্যান্ডের নারী ফুটবলারকেও জোর করে চুমু খেয়েছিলেন ? ইসি আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই

এই আফসোসটা করতে চাই না: মাহিয়া মাহি

index 3 9

5 / 100

বছর দুয়েক পর বড় পর্দায় দেখা গেলো চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। গেলো সপ্তাহেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লাইভ’। এতে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। মাহি জানালেন, এমন প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্ট।

index 3 9

মাহি নতুন সংসারে থিতু হয়েছেন অনেক দিন হলো। প্রমাণ করলেন, সিনেমার পাশাপাশি ঘর-ব্যবসা দুটোই সামলান। অভিনয় নাকি সংসার কোনটি কঠিন? এমন প্রশ্নে নায়িকার জবাব, ‘দুটো দুই জিনিস। একটা পেশা, অন্যটি ব্যক্তিগত। একদিক থেকে দুটোই কঠিন, আবার সহজও। যে যেভাবে সামলে নেয় আরকি। সামলে নিতে পারলে সহজ, না পারলে কঠিন।’

চলতি বছরের রমজান মাসে স্বামী রাকিব সরকারের সঙ্গে রেস্তোরাঁ ব্যবসা চালু করেছেন মাহি। গাজীপুরে অবস্থিত তাদের রেস্তোরাঁর নাম ‘ফারিশতা’। সংসারের পাশাপাশি ব্যবসার কাজেও সময় দিতে হয় তাকে। তাই ব্যস্ততা একটু বেশিই বটে। যদিও মাহির মতে, ব্যস্ততা কিংবা অবসর প্রতিটা মুহূর্ত উপভোগ করেন তিনি। বলেন, ‘আমি যখন যেভাবে থাকি, সেই মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করি। এখন অবশ্য আমি কোনও কাজ করছি না, চুপচাপ বসে থাকি, আমার জামাই সব করে। ব্যবসা, সংসারের সবকিছু ও দেখাশোনা করছে। আমি আপাতত মাতৃত্বকালীন সময়টা উপভোগ করছি।’

মাহিয়া মাহি

মাহিয়া মাহি

রাতবিরাতে হুটহাট ঘুরতে বেরিয়ে পড়েন মাহি। সেই হঠাৎ ভ্রমণ প্রসঙ্গে মাহির ভাষ্য, ‘জীবন নিয়ে একেকজনের একেকরকম প্ল্যান থাকে। কিন্তু আমার জীবনে কোনও প্ল্যান নেই। আমার কাছে মনে হয়, জীবনটা অনেক ছোট। যখন মনে হয় কোনও জায়গায় যাবো, তাহলে সেখানে ওই সময়ই যেতে চাই। কারণ, একটু পরই আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। তখন আমি সময়টা উপভোগ করতে পারবো না কিংবা যেটা চেয়েছি সেটা করতে পারবো না। পরে কোনও একসময়ে গিয়ে হয়তো আফসোস করবো, ওই জিনিসটা করতে চেয়েছিলাম, পারিনি। এই আফসোসটা আমি করতে চাই না।’২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মাহি। এক দশক পেরিয়ে প্রাপ্তির তৃপ্তি পাওয়া গেলো তার কণ্ঠে। বললেন, ‘আমি আমার স্বপ্ন থেকে অনেক বেশি কিছু করতে পেরেছি। যা পেয়েছি, এতটা কখনও প্রত্যাশাও করিনি। ওই যে বললাম, আমি হুটহাট মানুষ, কোনও প্ল্যান করি না। এই পর্যায়ে এসে উপলব্ধি করি, যতটা আমি ডিজার্ভ করি, আল্লাহ তার চেয়েও বেশি দিয়েছেন আমাকে।’এদিকে আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশনা উৎসবে অংশ নিয়ে মাহি বলেন, ‘এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয়। তবে কিছু কাজ থাকে যেটা নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না। অনুভূতি প্রকাশ করতে পারি না। এই সিনেমার প্রতিটি চরিত্রে সবাই দারুণ অভিনয় করেছেন। প্রত্যেকটি দৃশ্য দেখে আমাকে কাঁদতে হয়েছে, যা দেখে দর্শকও কাঁদবেন। এখানে অভিনয় করিনি। চরিত্রের ভেতর মিশে গেছি। কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবেন।’

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। প্রযোজনায় ক্লিওপেট্রা ফিল্মস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

aticlix.net