" />
ভ্রমণের কথা চিন্তা করলেই যে দেশগুলোর ছবি মাথায় আসে সেইসব দেশে ঘুরতে যাওয়ার এখনই সেরা সময়। ইন্ডিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, তুরস্ক, নেপাল- রঙ তুলিতে আকা ছবির মত সুন্দর দেশগুলোতে ঘুরতে যাওয়া এখন সম্পূর্ণভাবেই হাতের মুঠোয়। কোভিড টেস্ট বা কোয়ারেন্টিন ছাড়াই এখন বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যগুলোতে ঘুরে আসা সম্ভব, প্রয়োজন পড়বে শুধুমাত্র টিকা সনদের। এখন আর দেরি করার কোন প্রয়োজন নেই। প্রথমবার বিদেশ ভ্রমণটা অবশ্য দেশের মাঝে ঘুরাঘুরির থেকে একেবারেই আলাদা, প্রয়োজন পড়ে নানা ধরনের ভিন্নরকম প্রস্তুতি নেওয়ার। তাই কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা।
তুরস্ক বলতেই মাথায় আসে ক্যাপাডোসিয়ার নীল আকাশের সামনে উড়ন্ত হট এয়ার বেলুনের ছবি। তাছাড়াও ঐতিহ্যময় ইস্তানবুলে আছে হাগিয়া সোফিয়া, টপকাপি প্যালেস, নীল মসজিদ ইত্যাদি সব দর্শনীয় স্থানগুলো। তবে তুরস্কের কোণে কোণে লুকিয়ে আছে বৈচিত্র্য, তাই সাধারণত একই ভ্রমণে একাধিক শহরের পরিকল্পনা একসাথে করা হয়। ক্যাপাডোসিয়া এবং ইস্তানবুল ছাড়াও আছে ‘তুলার প্রাসাদ’ পামুক্কালে এবং ফিরোজা রঙের সমুদ্র সৈকত সমৃদ্ধ শহর আন্টালিয়া। পামুক্কালেতে পাওয়া যায় সাদা পাহাড়ে ঘেরা নীল পানির প্রাকৃতিকভাবে গরম জলাশয়। এমন অলৌকিক প্রাকৃতিক ঘটনা শুধুমাত্র তুরস্কেই দেখতে পাওয়া যায়। তাই অন্তত একবার হলেও অদ্ভুত সুন্দর এই দেশটি ঘুরে আসা উচিৎ।
আরেকদিকে আছে নীল পানি এবং সাদা বালির দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। সমগ্র এশিয়া মহাদেশে এমন পরিষ্কার নীল পানি আর কোথাও দেখতে পাওয়া যায়না। নাগালের মাঝেই এসব বিরল অভিজ্ঞতাগুলো থাকলে, তা কোনভাবেই হাতছাড়া হতে দেওয়া উচিত না। তবে খরচের ক্ষেত্রে তুরস্ক এবং মালদ্বীপ একটু ব্যয়বহুল হয়ে দাড়ায়। এক্ষেত্রেও সমাধান চলে এসেছে প্রযুক্তির সাহায্যে। ভ্রমণের যাবতীয় খরচপাতি সাধ্যের মধ্যে নিয়ে আসতে এখন পাওয়া যাচ্ছে ৬ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা বিভিন্ন এজেনসি। ফ্লাইট, হোটেল কিংবা ট্যুর- এই সুবিধা ব্যবহার করে এখনই ঘুরতে যেয়ে, খরচ মেটাতে পারবেন সুবিধামত সময় নিয়ে।