দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুই জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৯। এই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৪৩৮ জন। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৩৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেনসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৪০টি নমুনা। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৭৮টি।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।