" />
প্রযুক্তি জায়ান্ট ইন্টেল নতুন প্রজন্মের গতিময় চিপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে । ত্রয়োদশ প্রজন্মের এ চিপে ছয় গিগাহার্টজ পর্যন্ত গতি তোলা যাবে বলে দাবি করেছে কোম্পানিটি। ইন্টেলের ছয় গিগাহার্টজ গতি তোলার দাবি প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা এএমডিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এএমডি ঘোষিত ১৬ কোরের ‘রাইজেন ৯ ৭৯৫০এক্স’ ফ্ল্যাগশিপ প্রসেসরে ৫ দশমিক ৭ গিগাহার্টজ পর্যন্ত গতি তুলতে পারবে। ফলে নতুন প্রসেসরে গতির লড়াইয়ে এএমডিকে টক্কর দিয়েছে ইন্টেল।
এক সময় চিপ বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ইন্টেলকে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এএমডি। বিশেষ করে গেমিং পিসির জন্য এএমডির চিপ জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে স্মার্টফোনের চিপ বাণিজ্যে ইন্টেল তেমন জায়গাই তৈরি করতে পারেনি। এদিক থেকেও পিছিয়ে পড়ছে কোম্পানিটি। যদিও পিসির সক্ষমতার ক্ষেত্রে ‘ক্লক স্পিড’ মূল নিয়ামক নয়; তবে অন্তত এ দিকটায় এএমডিকে পেছনে ফেলে চিপ বাণিজ্যে নতুন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে ইন্টেল।
বাজারে থাকা ইন্টেলের সর্বশেষ প্রজন্মের চিপ সর্বোচ্চ পাঁচ গিগাহার্টজ পর্যন্ত গতি তুলতে পারে। ফলে ইন্টেল চিপের ত্রয়োদশ সংস্করণে গতির লড়াইয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আগামী ২৭ সেপ্টেম্বর এ চিপ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করবে কোম্পানিটি। তখন দামসহ আরও বিস্তারিত তথ্য জানা যাবে।