ল্যাবের বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে ফরিদপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। শহরের আলীপুর মহল্লা এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতর সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার অধিদফতর। দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হাসপাতালের ল্যাবে বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ মিলে। এ ঘটনায় হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের ব্যবস্থাপক ফরিদউদ্দিন জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় এমন অপরাধ আর হেবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।এদিকে প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ না করার অভিযোগে আলীপুর মহল্লা এলাকায় অবস্থিত মেসার্স গোল্ডেন ফার্নিচারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একজন ভোক্তার লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আদায় করা জরিমানার টাকা থেকে ২৫ শতাংশ হিসাবে দুই হাজার ৫০০ টাকা অভিযোগকারী ভোক্তাকে দেওয়া হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করার দায়ে মেসার্স গোল্ডেন ফার্নিচারকে এ জরিমানা করা হয়।