" />
আপনি যদি স্কটল্যান্ড না যেতে পারেন তাহলে ভারতের ‘স্কটল্যান্ড’ (Scotland of India) কুর্গই আপনার সব ইচ্ছা পূরণ করে দেবে।
এ কুর্গ দক্ষিণ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র (Coorg)। কফির জন্য বিখ্যাত, কর্নাটক রাজ্যের একটি সুন্দর পর্যটন কেন্দ্র হলো কুর্গ বা কোড়াগু। এখানে পর্যটকরা বারবার ছুটে আসেন প্রকৃতির টানে। কুর্গের শান্ত-শীতল পরিবেশ মন কেড়ে নেয় ছোট থেকে বড় সবার। যদি আপনি দক্ষিণ ভারত যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে কুর্গকে অবশ্যই রাখুন লিস্টে।
মন্দিকেরি দুর্গ কুর্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কুর্গের সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরে। কর্ণাটকের পাহাড়ি অঞ্চলকে যদি আরও কাছ থেকে দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন ব্রক্ষ্মগিরি হিলস থেকে। এখান থেকে কুর্গকে আরও সুন্দর দেখায়।
এখানকার কফি বাগানে দেশের সেরা কফি তৈরি হয়। সুবিস্তীর্ণ মালভূমির মধ্যে রাবার, কফি আর কোকর বাগিচা সৌন্দর্য বাড়িয়েছে অতীতের কোডাবা উপজাতিদের বীরভূমি কুর্গের। এই জায়গাকে ভারতের স্কটল্যান্ড নামেও ডাকা হয়। কফি, গোলমরিচ আর এলাচ হলো কুর্গের প্রধান ফসল।
কুর্গ সমুদ্র থেকে ৩৫০০ ফুট উঁচুতে অবস্থিত। কুর্গ হোমমেড চকলেট আর মশলার জন্যও বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে ১৮২০ সালের তৈরি ওমকারেশ্বর মন্দিরটি। মন্দিরটির কারুকার্য দেখতেই পর্যটকেরা ভিড় করেন এখানে।
সেপ্টেম্বর থেকে মার্চ কুর্গ ভ্রমণের সেরা সময়। কুর্গে কোনো এয়ারপোর্ট বা রেলস্টেশন নেই। ভারতের যে কোনো বড় শহর থেকে বেঙ্গালুরুর জন্য ট্রেন আর ফ্লাইট আছে। ওখান থেকে বাস/ট্যাক্সি করে মাদিকেরী যেতে পারেন। বেঙ্গালুরু থেকে মাদিকেরী ২৬০ কিলোমিটার দূর আর KSRTC এর ভালো ভলভো বাস সার্ভিস ৬ ঘণ্টায় পৌঁছে দেয়। মাঙ্গালুরু হয়েও যেতে পারেন; যেখান থেকে মাদিকেরী ১২০ কিলোমিটার দূর।
আর কলকাতা হয়ে যেতে চাইলে আপনাকে হাওড়া থেকে ট্রেনে করে মাইসোর। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যাবেন কুর্গে। বিমানে করে গেলে আপনাকে নামতে হবে ম্যাঙ্গালোর বিমানবন্দরে। সেখান থেকে ১৩৬ কিলোমিটার দূরে কুর্গ।