ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকারের জন্য তাদের বাজেট বাড়াছে। ২০২২ সালে এসে প্রযুক্তি বাজেটের ১১ শতাংশই ব্যয় হচ্ছে সাইবার নিরাপত্তায়, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ বেশি। সম্প্রতি নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস ‘দ্য ফিউচার অব সাইবার সিকিউরিটি ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড জাপান’ নামে জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। সফোস জরিপকাজটি করেছে দ্য টেক রিসার্চ এশিয়া (টিআরএ) নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসেবে।
প্রতিবেদনে বলা হয়, এশিয়া প্যাসিফিক ও জাপানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা জোরদারে সাইবার হুমকি শনাক্তকেই মূল হিসেবে বিবেচনায় রাখে। আর এতেই খরচ করে বেশি।
২০২১ সালে প্রায় ৯০ ভাগ প্রতিষ্ঠান তাদের সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সাইবার হুমকি শনাক্তে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের ৮৫ শতাংশ বলছে, পদ্ধতিটি তাদের প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে সফোস র্যানসামওয়্যারের প্রতিবেদনে বলা হয়, এ অঞ্চলের ৭২ শতাংশ প্রতিষ্ঠান ২০২১ সালে র্যানসামওয়্যার হামলার শিকার হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি।