বাপ্পা মজুমদার। নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। সম্প্রতি ‘কোক স্টুডিও বাংলা’য় বিভিন্ন শিল্পীর সঙ্গে সমবেত কণ্ঠে তিনি গেয়েছেন ‘হেই সামালো’ গানটি। কালজয়ী দুটি গানের এই ফিউশন শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এই গান, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজনের শেষ গান ‘হেই সামালো’ গাওয়ার অভিজ্ঞতা কেমন?
‘হেই সামালো’ ছিল কোক স্টুডিও বাংলার চ্যালেঞ্জিং একটি কাজ। কারণ, দুটি কালজয়ী গানের মেলবন্ধন ঘটানো হয়েছে এতে, যার একটি ‘হেই সামালো’ লেখা হয়েছিল তেভাগা আন্দোলন নিয়ে। কথা লেখার পাশাপাশি এ গানের সুরও করেছিলেন সলিল চৌধুরী। এই গানের সঙ্গে যুক্ত করা হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন ঘিরে আবদুল লতিফের অমর সৃষ্টি ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’। যুগ যুগ ধরে এ দুটি গান গণমানুষের আন্দোলনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। তাই নতুন সংগীতায়োজনে এ দুটি গানের মেলবন্ধন ঘটানো সহজ ছিল না। কিন্তু ১৫ জন শিল্পী আর অর্ধশত মিউজিশিয়ান নিয়ে এই কঠিন কাজটি করে দেখিয়েছেন সংগীত পরিচালক অর্ণব। তাই কোক স্টুডিও বাংলার এ আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও ছিল অন্য রকম।
শুনলাম, তিন দশকের শিল্পীজীবনে এই প্রথম একক কনসার্ট করতে যাচ্ছেন?
হ্যাঁ, এই প্রথম বড় পরিসরে একক কনসার্ট করতে যাচ্ছি। ২৩ সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে ‘অ্যালাইভ এক্সপেরিয়েন্স’ শিরোনামে এ কনসার্ট। ৩০ বছরের সংগীত ক্যারিয়ার আমার। সংগীতের এই দীর্ঘ সফরে ব্যান্ড দলছুটের সঙ্গে নয়তো এককভাবে অনেক শো করেছি। কিন্তু কেন জানি না, বড় পরিসরে একক কনসার্ট বলতে যা বোঝায় তা করা হয়ে ওঠেনি।
দলছুটের ‘সঞ্জীব’ অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন। কিন্তু ছয় বছর পরও তা প্রকাশ পেল না; কারণ কী?
আমরা চাচ্ছি না যেনতেনভাবে দলছুটের ‘সঞ্জীব’ অ্যালবামটি প্রকাশ পাক। দলছুটের যাঁরা ভক্ত তাঁরাও হয়তো এটা চাইবেন না। এ জন্য বড় একটি আয়োজন করে সঠিক প্রক্রিয়ায় প্রকাশনায় যেতে চাই।
‘বিউটিফুল ভয়েজেস’ মিউজিক প্রজেক্টের দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন?
সংগীতায়োজন করে যাচ্ছি। আরেকটু সময় লাগবে পুরো কাজ শেষ করতে। এরই মধ্যে ‘বিউটিফুল ভয়েজেস’-এর প্রথম সিজনের কিছু গান প্রকাশ করেছি। যেগুলো অনেকের ভালো লেগেছে। আঁখি আলমগীর, কনা, জয়িতা, টিনা রাসেলের মতো আরও কিছু শিল্পী আছেন, যাঁদের কণ্ঠ আমার ভীষণ প্রিয়। দ্বিতীয় সিজনে তাঁদের গান রেকর্ড করার ইচ্ছা আছে।
এ মুহূর্তে আর কী নিয়ে ব্যস্ত?
‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করছি। এ ছবিতে প্লেব্যাকও করেছি। এর পাশাপাশি নিজের ও বিভিন্ন শিল্পীর গানের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত সময় কাটছে।