বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপ পরিণত হয়েছে লঘুচাপে। যার প্রভাবে কয়েক দিন ধরে ঝরছে বৃষ্টি। আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে বেশিরভাগ জায়গায়। জনজীবনেরর পাশাপাশি তার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল আজ। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় ম্যাচ আর মাঠে গড়ায়নি।
মঙ্গলবার জাতীয় দলের প্রতিপক্ষ ছিল নৌবাহিনী ফুটবল দল। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খেলার মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচ না হলেও একই মাঠে হবে অনুশীলন। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সেনাবাহিনীর বিপক্ষে জয় পেয়েছিল জামাল ভূঁইয়ারা।বাংলাদেশ দল কাল বুধবার রাতে কম্বোডিয়ার উদ্দেশে উড়ে যাবে। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে দুটি ফিফা প্রীতি ম্যাচ।