চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে চিরশত্রুই ভাবে বার্সেলোনা। নাহলে দলটির প্রাণ ভোমরাকে কেন দলে ভেড়ানো! বার বার বায়ার্নই যে হুমকি হয়ে দেখা দিচ্ছে। এবার অবশ্য বাধা উতরে যেতে ভীষণ আত্মবিশ্বাসী কাতালান দল। বায়ার্নের সাবেক পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিকে নিয়ে আসা গেছে। জার্মান জায়ান্টদের এবার উচিত জবাব দিতে চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হচ্ছে বার্সা।

এক অর্থে এই ম্যাচ আবার সাবেক কোচ হুলিয়ান নাগেলসমানের সঙ্গে লেভানদোভস্কির পুনর্মিলনীর। বায়ার্ন কোচ অবশ্য সাবেক শিষ্যের দেখা পেতে উন্মুখ। তবে ‘প্রতিপক্ষ’ হিসেবে নয়। তার কথা, ‘আমি ওর সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি। তবে প্রতিপক্ষ হিসেবে নয়। কারণ ও কতটা বিপজ্জনক আমি ভালো করে জানি। তাই শুধু ব্যক্তিগত ভাবে ওর সঙ্গে দেখাটা হবে অত্যন্ত আনন্দের।’সাবেক ঠিকানায় হোটেলে যাওয়ার সময় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন লেভানদোভস্কি। তবে মাঠের খেলায় পরিস্থিতিটা যে পাল্টে যেতে পারে- তা জানা আছে নাগেলসমানের। ভক্তদের প্রতি তাই বায়ার্ন কোচের আহ্বান, ‘ওর চলে যাওয়ার পর পরিস্থিতি যাই হোক না কেন। আশা করি ভক্তরাও তাকে সম্মানটা দেবে।’গোল মেশিন লেভানদোভস্কিতে ভর করেই বায়ার্নের যাবতীয় সাফল্য। আট মৌসুমের প্রতিটি মৌসুমেই ক্লাবটির হয়ে বুন্দেসলিগা জিতেছেন। ৩৭৪ ম্যাচে করেছেন ৩৪৪ গোল। একই ছন্দে আছেন নতুন ক্লাবেও। ৬ ম্যাচে গোল করেছেন ৯টি! তাই এই ম্যাচেও লেভানদোভস্কি যে ব্যবধান গড়ে দিতে পারেন সেটা স্বীকার করেছেন তার সাবেক কোচ, ‘গোল মুখে সেই সবচেয়ে বড় হুমকি। শারীরিকভাবে ফিট থাকলে সে আরও কয়েক মৌসুম এভাবেই ত্রাস ছড়াবে।’জার্মান জায়ান্টরা গত সপ্তাহের চ্যাম্পিয়ন লিগ মিশনে ২-০ গোলে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছে। বার্সাও ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ভিক্টোরিয়া প্লজেনকে। যে ম্যাচে হ্যাটট্রিক ছিল লেভানদোভস্কির। মৃত্যুকূপ বলে পরিচিতি পাওয়ায় ‘সি’ গ্রুপে এই ম্যাচের ফল তাই বেশ ভালোই প্রভাব ফেলবে। রাতে একই সময় লিভারপুলও মাঠে নামছে। নাপোলির কাছে ৪-১ গোলে হেরে যাওয়ায় আয়াক্সের বিপক্ষে তাদের আজ কঠিন পরীক্ষা দিতে হবে।