বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ঘুমধুম ইউপির ৫নম্বর ওয়ার্ড ঘোনার পাড়া এঘটনা ঘটে।
এতে কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও উক্ত এলাকার জলিল আহমদের ছেলে জসিম উদ্দিনের ঘরের প্রায় ৪ লক্ষ টাকার সমস্থ জিনিস পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, বিকাল সাড়ে ৫টার সময় জসিমের ঘরে আগুন লাগে।পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে গেছে।এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং বৈদ্যুতিক শর্টচারকিট হয়ে এ আগুনের সুত্রপাত হয়েছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘুমধুম ইউপির ৫নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান,বিকালে হটাৎ আগুন লেগে কোন হতাহতের ঘটনা না ঘটলেও জসিম উদ্দিনের ঘরের সব কিছু পুড়ে যায়।ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সহায়তা করেছেন বলে জানান এই ইউপি সদস্য।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মিঠুন সিংহ জানান অগ্নিকান্ডের কোন সংবাদ জানা নেই।