উত্তাল কলকাতা,বিজেপির,নবান্ন ঘিরে বিশাল কর্মসূচি - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> উত্তাল কলকাতা,বিজেপির,নবান্ন ঘিরে বিশাল কর্মসূচি - নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
নিউজ বোর্ড :
উত্তরায় বিদেশী মুদ্রাসহ গ্রেপ্তার ৫ সুলতান’স ডাইনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালান লায়লা ও হাকিম, আদালতে পিবিআই গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে চোরের ফোন কলে চোর গ্রেপ্তার ২৬ বছর পরে রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তামিমের কপালে কী আছে ?উত্তাপ ক্রিকেট পাড়া মাশরাফী ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন তামিম কি বিশ্বকাপ দলে থাকবেন ? ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ, কর্তৃপক্ষের ‘নিরবতা’ নিয়ে প্রশ্ন ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে : আইজিপি ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির কাদেরের হুঁশিয়ারি.বিএনপির কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে কারাগারে গিয়ে খালেদাকে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্র স্পষ্ট করল,কানাডা-ভারত দ্বন্দ্ব নিয়ে নিজেদের অবস্থান নিহত ১৬,চীনে কয়লা খনিতে ভয়াবহ আগুন বাংলাদেশের ব্রোঞ্জ জয়,পাকিস্তানকে হারিয়ে যেসব মানুষের বাস উড়োজাহাজে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে : আইজিপি
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

উত্তাল কলকাতা,বিজেপির,নবান্ন ঘিরে বিশাল কর্মসূচি

a s

6 / 100

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে। ঝড়-বৃষ্টি, জলাবদ্ধতা উপেক্ষা করেই রাত থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত হন বিজেপি কর্মীরা। এরপর সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে নবান্নের দিকে মিছিল নিয়ে বের হন।শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিসহ একাধিক ইস্যুতে পশ্চিমবঙ্গে বিশাল কর্মসূচি পালন করেছে বিজেপি। মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্ন ঘিরে অভিযানে নামেন নেতাকর্মীরা। ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানের এ অভিযান কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে গোটা কলকাতা। বলা হচ্ছে, প্রায় দুইবছর পর কলকাতায় বড় রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিজেপি।তাদের আটকাতে জায়গায় জায়গায় পুলিশ ব্যারিকেড। প্রস্তত ছিল জলকামান, কাঁদানে গ্যাসও। নবান্নে পৌঁছানোর আগেই সাঁতরাগাছি, হাওড়া ময়দান চত্বরে মিছিল আটকে দেওয়া হয়।

a s

মনে করা হচ্ছিল, ব্যারিকেডে বাধা পেয়ে গেরুয়া বাহিনী ফিরে যাবে। কিন্তু তা হয়নি।পুলিশি বাধা পেয়ে কার্যত মারমুখী হয়ে উঠেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট-কাঁচের বোতল ছোড়া হয়। এমনকি লাঠি-বাঁশ নিয়েও তারা পুলিশকে লক্ষ্য করে ছুটে যায়। ভাঙচুর হয় পুলিশ কিয়স্কও। পাল্টা পুলিশের লাঠির ঘায়ে চোট পান একাধিক বিজেপি কর্মী। মাথাও ফাটে তাদের। ব্যারিকেড ভেঙে দেয় বেশ কয়েকটি জায়গায়। লাল বাজারের সামনে পুলিশের পিসিআর ভ্যানে অগ্নিসংযোগ করেন বিজেপি কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্র হয়ে উঠে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন চত্বর। প্রায় তিন ঘণ্টা একটানা শহরজুড়ে চলে তাণ্ডব।বিজেপির নবান্ন অভিযান রুখতে এ দিন নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা কলকাতা শহর। প্রায় দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার তদারকিতে মোতায়েন করা হয় দু’জন করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। মোট ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইন্সপেক্টর মোতায়েন করা হয়। শহরের নানা প্রান্ত থেকে নবান্নমুখী বিজেপির মিছিল ঠেকাতে রাখা হয় পাঁচটি জলকামান, দুটি বজ্রও। গোটা পরিস্থিতির নজরদারি চালানো হয় ড্রোনের মাধ্যমে।মঙ্গলবার মিছিল শুরুর প্রথমভাগেই বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়দের আটক করে পুলিশ। শুভেন্দুকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ায় সাঁতরাগাছি থেকে শুরু হওয়া বিজেপির মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ। মিছিলে পা মেলান সাবেক ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক ডিন্ডা।বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নবান্নমুখী মিছিল শুরু হয় হাওড়া স্টেশন থেকে। কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্ব দেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাঁতরাগাছির মিছিল নবান্নের চার কিলোমিটার আগেই আটকে দেয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়া শুরু করে বাহিনী। বিজেপি কর্মীদের একাংশ পিছু হটতে শুরু করেন। তবে তখনও বেপরোয়া মনোভাবেই দেখা যায় বহু বিজেপি কর্মীকে। এরপর শুরু হয় লাঠি উঁচিয়ে তাড়া। পুলিশের বিরুদ্ধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। চলতে থাকে কাঁদানে গ্যাসের সেল ফাটানো। সাঁতরাগাছির পরিস্থিতি রীতিমতো ধুন্ধুমার হয়ে উঠে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া হাওড়া ময়দানের মিছিলে ধুন্ধুমার। বঙ্গবাসী মোড়ে বিজেপির মিছিলকে আটকানো হয়। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। হাওড়া ময়দান থেকে বিজেপি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সুকান্ত মজুমদারসহ বিজেপি নেতা-কর্মীদের আটক করে পুলিশ। জ্যোতির্ময় সিং মাহাতোকেও আটক করা হয়।

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তার ঘাড়ে চোট লেগেছে। সুকান্ত দাবি করেন, তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চেয়েছিলেন। তবে পুলিশ তা করতে দেয়নি। তাই উত্তেজনা ছড়ায়।

এদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এগোনো একটি মিছিল আচমকা পুলিশের সদরদপ্তর  লালবাজারমুখী হয়। কলকাতা পুলিশ কিছু বুঝে ওঠার আগেই লালবাজারের মূল ফটকে পৌঁছে যান বিজেপি কর্মীরা। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় লালবাজার। বিজেপি কর্মীদের ইটবৃষ্টির জবাবে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এসময় লালবাজারের কাছে পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নেভানো গেলেও তার আগেই পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

এরপর দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ নবান্ন অভিযান শেষ হওয়ার ঘোষণা দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির এ নবান্ন অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অনুমতি ছিল না। অথচ এই কর্মসূচির জেরে নারাল হতে হয় সাধারণ মানুষকে। এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে। সেখানে ছিলেন ক্যান্সার রোগী। হলফনামায় মামলার বাদী উল্লেখ করেন, বিজেপির এই অভিযানের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও যুক্ত করেন তিনি। তাতে মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

প্রসঙ্গত সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন শাসক দলের সাবেক মন্ত্রী থেকে শুরু করে জনাকয়েক নেতা। শিক্ষা দুর্নীতিতে ২৩ জুলাই ইডির হাতে গ্রেপ্তার হন সাবেক শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর বিরুদ্ধে ‘চোর ধরতে আওয়াজ তোলো’ কর্মসূচি নেয় গেরুয়া শিবির। যদিও এমন সময় কলকাতাতেই নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের জেলা সফরে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে অবস্থান করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা