আগামী ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। তার আগেই নেপালের জন্য দুঃসংবাদ! হিমালয়ের দেশটির কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি পদত্যাগ করেছেন।

নিজ দেশ থেকে ইমেইলের মাধ্যমে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুতাইরি। দায়িত্ব ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘৫২৫ দিন দায়িত্ব পালন করে আমি নেপাল জাতীয় দলের কোচ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি।’এর আগেও দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। পরে যোগ দেন কাজে। তবে এবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আনফা) ইমেইল দিয়ে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।কাঠমান্ডু পোস্টকে আনফার সাধারণ সম্পাদক কিরণ রাও জানিয়েছেন, ‘আমরা কোচের পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে পেয়েছি।’কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাহায্যে কুয়েতি কোচ পেয়েছিল নেপাল। আগামী ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। এই দেড় বছরে মুতাইরির অধীনে নেপাল ১৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৫টি, হার ১০টি ও ড্র ছিল দুটি।