বন্ধু-সতীর্থ-স্বজনরা মিলে স্মৃতি আর গানে স্মরণ করবেন সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারকে।
এই গুণী গীতিকবি, পরিচালক ও প্রযোজক স্মরণে সভার আয়োজন করছে যৌথভাবে গীতিকবি সংঘ বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে এই স্মরণসভা।গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল জানান, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। থাকবেন গাজী মাজহারুল আনোয়ার পরিবারের সদস্য ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিবর্গ।সভায় সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত থাকবেন গীতিকবি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি লিটন অধিকারী রিন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।প্রসঙ্গত, গাজী মাজহারুল আনোয়ার গীতিকবি সংঘের জন্মলগ্ন থেকে যুক্ত ছিলেন আজীবন সদস্য হিসেবে।গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনা করেও সুনাম কুড়িয়েছেন তিনি। ভূষিত হয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ শতাধিক স্বীকৃতিতে।ছয় দশকের ক্যারিয়ারে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। তার লেখা কালজয়ী গানের মধ্যে রয়েছে- ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’ প্রভৃতি।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান গাজী মাজহারুল আনোয়ার।