" />
বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। আচমকাই তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? কী করেছেন এই কণ্ঠশিল্পী?
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে কনসার্ট করতে চলেছেন জুবিন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পরই গায়ককে গ্রেপ্তারের দাবি উঠেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্টের কারণে কেন উঠল জুবিনকে গ্রেপ্তারের দাবি?খবরে বলা হয়েছে, মার্কিন মুলুকের এই কনসার্টের যিনি উদ্যোক্তা তার নাম হলো জয় সিং। ভারতে নিষিদ্ধ খালিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই জয় সিংয়ের বিরুদ্ধে।সম্প্রতি এক ব্যক্তি টেক্সাসের হাউসটোনে জুবিন নটিয়ালের শো করার কথা ফেসবুকে পোস্ট করেন। লেখেন, ‘আমার প্রিয় গায়ক হাউসটোনে অনুষ্ঠান করতে আসছেন। ভালো শোয়ের জন্য অপেক্ষা করতেই হয়। শিগগিরই শো টাইম জানানো হবে। দারুণ একটা কাজ করেছো জয় সিং। এবার অসাধারণ একটা পারফরম্যান্সের জন্য় অপেক্ষা করতে হচ্ছে।’এই পোস্টই শেয়ার করেন জয় সিং। জুবিন নিজেও একথা টুইট করে জানান।২০১৯ সালে সংবাদমাধ্যমের প্রতিবেদন উঠে আসে ভারত থেকে পালিয়ে মার্কিন মুলুকে গিয়ে বাস করছেন জয় সিং। তার বিরুদ্ধে মাদক চোরাচালান এবং ভিডিও পাইরেসির গুরুতর অভিযোগ রয়েছে। চণ্ডীগড় পুলিশের ‘ওয়ানটেড’র তালিকায় নাম রয়েছে জয় সিংয়ের।এমনকি অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের সঙ্গেও যুক্ত এই জয় সিং। যে আন্দলনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। আর জয় সিংয়ের উদ্যোগে টেক্সাসে জুবিনের শো করার কথা জানার পরই সোশ্যালে তাকেও গ্রেপ্তারের দাবি তুলেছেন নেট নাগরিকদের একাংশ।