বাহরাইনের শেখ আলী বিন মুহাম্মদ খলিফা স্টেডিয়ামে স্বাগতিকদের দাপট থাকলেও বাংলাদেশ ঠিকঠাক রক্ষণ সামলেছে। শনিবার রাতে গোলশূন্য ড্রতে ১ পয়েন্টের স্বস্তি নিয়ে হোটেলে ফিরেছে দল।
এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলটির বিপক্ষে তাদেরই মাঠে পয়েন্ট ছিনিয়ে আনা চাট্টিখানি কথা নয়। যদিও রাশেদ পাপ্পুর দল আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল। স্বাগতিকরা যতই শক্তিশালী হোক, পয়েন্ট ছিনিয়ে নিতে হবে। মাঠের লড়াইয়ে তা করতে পেরে উচ্ছ্বসিত তানভীর-শান্তরা।দলটির অধিনায়ক তানভীর হোসেন বাহরাইন থেকে হোয়াটসঅ্যাপে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল- কিছু একটা করতে পারবো। ভারতের সাফে ফাইনাল খেলে এই আত্মবিশ্বাস বেড়ে যায়৷ সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। যে কারণে বাহরাইনের বিপক্ষে পয়েন্ট এসেছে।’বাছাই পর্বে অন্যদের সঙ্গে গোলকিপার শান্ত কুমার অসাধারণ খেলেছেন। প্রতিপক্ষের বেশ কয়েকটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।অধিনায়কও তার প্রশংসায় পঞ্চমুখ, ‘শান্ত দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। পোস্টে বল ঢুকতে দেয়নি। এছাড়া দলের অন্যরাও ভালো করেছে। তবে আমরা যে কয়েকটি সুযোগ পেয়েছিলাম তা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো। বিশেষ করে, ফ্রিকিক থেকে গোল হলেও হতে পারতো।’আগামীকাল (সোমবার) গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে ভুটান। তাই সতর্ক বাংলাদেশ অধিনায়ক, ‘বয়সভিত্তিক খেলাতে যেকোনও ফল হতে পারে। ভুটানকে সমীহ করতেই হচ্ছে। তবে আমরা জেতার জন্যই মাঠে নামবো। যে করেই হোক চূড়ান্ত পর্বে দৃষ্টি আমাদের।’আর এজন্য ম্যাচ জিততে হবে। তাই ভুটানের বিপক্ষে গোল চাই। তানভীরের বক্তব্য, ‘জিততে হলে গোল করতে হবে আমাদের। বাহরাইন শক্ত প্রতিপক্ষ, তাই চেষ্টা করেও লক্ষ্যভেদ করা যায়নি। তবে ভুটানের বিপক্ষে যে করেই হোক গোল পেতে হবে। সুযোগ পেলেই বল জড়াতে হবে জালে। তাহলেই ৩ পয়েন্ট সম্ভব।’প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে প্রবাসীদের সমর্থন ভালোই পেয়েছেন তানভীর-শাহিনরা। প্রচুর দর্শক প্রিয় দলকে সমর্থন করে গেছেন। তানভীরের মনে হচ্ছিল যেন দেশের মাটিতেই খেলছেন, ‘গ্যালারিতে প্রবাসীরা আমাদের অনেক সমর্থন দিচ্ছেন। মনে হচ্ছিল, যেন নিজের দেশে খেলছি। এতে করে দলের সবাই ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছে। আশা করছি, পরের ম্যাচগুলোতেও প্রবাসীদের ভালো সমর্থন পাবো।’