ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই দলনেতা কেন উইলিয়ামসন। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১০ রানে জস ইংলিস ও ৪ রানে আউট হন দলনেতা ও ওপেনার অ্যারন ফিঞ্চ।কেয়ার্নসে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ২৫ রানে হারাল অস্ট্রেলিয়া। তাতেই প্রত্যেকটি ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করল অজিরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রান তুলে অস্ট্রেলিয়া। জবাবে ২৪২ রানে থেমেছে নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেট জুটিতে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। এ সময় দুজন মিলে গড়েন ১১৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের দিকে এগোতে থাকে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫২ রানে সাজঘরের পথ ধরেন লাবুশেন।এদিকে অর্ধশতককে শতকে রূপ দেন স্টিভেন স্মিথ। তার ইনিংস থেমেছে ১০৫ রানে। ১৩১ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো। আর ১৫ রান করে আউট হন ম্যাক্সওয়েল। ৪২ রানে অ্যালেক্স ক্যারি ও ২৫ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই ছিল নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। ২৬ বলে ২১ রানে কনওয়ে ও ২৮ বলে ৩৫ রানে আউট হন ফিন অ্যালেন। এরপর ১০ রানে টম লাথাম, ১৬ রানে ড্যারেল মিচেল ও ২৭ রান করে আউট হন দলনেতা কেইন উইলিয়ামসন।পরে নিশাম-স্যান্টনারদের সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান গ্লেন ফিলিপস। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি তিনি। নিশাম ৩৬ রানে আউট হওয়ার পর ৪৭ রানে সাজঘরের পথ ধরেন ফিলিপস। এরপর ৩০ রানে স্যান্টনার, ৪ রানে ফার্গুসন ও শূন্যরানে আউট হন বোল্ট। সাউদি অপরাজিত থাকেন ৮ রানে।