নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তাদের। এমন উদ্ভাসিত জয়ের পর প্রশংসায় ভাসছে গোলাম রব্বানী ছোটনের দল। বিশেষ করে, রিতুপর্না চাকমার ইউরোপিয়ান স্টাইলে করা গোলটি প্রশংসা পাচ্ছে একটু বেশি। সেই গোলটি আবার রিতু উৎসর্গ করেছেন প্রয়াত ছোট ভাই পার্বণ চাকমাকে।
কিছুদিন আগে বিদুৎ স্পৃষ্ট হয়ে রাঙামাটির বাসায় মারা যান রিতুর একমাত্র ছোট ভাই পার্বণ। কলেজ পড়ুয়া ভাই অনেক উৎসাহ দিতেন রিতুকে। তার অকাল মৃত্যুতে এই ফুটবলার অনেকটাই ভেঙে পড়েছিলেন। শোক সামলে ফুটবলে ফিরেছেন দ্রুতই। পাকিস্তানের বিপক্ষে খেলার আগেই ঠিক করেছিলেন গোল পেলে প্রয়াত ভাইকে উৎসর্গ করবেন।পাকিস্তানের বিপক্ষে গোলের পর রিতুপর্না। যে গোলটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত ছোট ভাইকে। শনিবার বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে সবাইকে অবাক করে দেন। এই ধরনের গোল ইউরোপিয়ান ফুটবলে বেশ দেখা যায়। এমন গোলের পর রিতুপর্না নিজের ফেসবুকে লিখেছেন, ‘আজকের এই গোলটা তোকে (প্রয়াত ভাই) উৎসর্গ করলাম। তুই থাকলে হয়তো দেখতে পারতি। খুব মিস করছি তোকে। ওপারে ভালো থাকিস ভাই আমার।’আর আজ কাঠমান্ডুতে সংবাদমাধ্যকে বলেছেন, ‘গোল পেলে ভাইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তা করেছিও। ভালো লাগছে।’আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচেও জিততে চাইছে দল। রিতুপর্না বলেছেন, ‘যদি পাকিস্তান ম্যাচের মতো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে ভারতের বিপক্ষেও জিততে পারবো আশা করি।’