মেতে উঠলেন মেডিকেল শিক্ষার্থীরা সঙ্গে গানে ইমন-সালওয়ার - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> মেতে উঠলেন মেডিকেল শিক্ষার্থীরা সঙ্গে গানে ইমন-সালওয়ার - নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
নিউজ বোর্ড :
ইতিহাসের সবচেয়ে ভয়ংকর নারী কে, পুরুষ হত্যা করা যাদের নেশা ছিলো? জাহেলী যুগে দাস-দাসীদের অবস্থা কেমন ছিল? মালদ্বীপে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭’তম জন্মদিন পালন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ার অনুপ্রেরণা সজীব ওয়াজেদ ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন সততার সঙ্গে দেশের ভাবমূর্তি জোরদারে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভয় দেখান ফখরুল,নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন: ওবায়দুল কাদের নারীর নিরাপত্তা থাকবে না আ.লীগ ফের ক্ষমতায় এলে: ফখরুল খালেদা জিয়া ফের সিসিইউতে সেমিফাইনালেই হেরে গেছে বিএনপি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশে প্রয়োজন অনুসারে যে কাউকেই নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বোমা বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৫২ বাংলাদেশের অধিনায়ক মিরাজ ,সাকিব নয় সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ বিশ্বকাপে মিরপুরে ছুরিসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার বমি করে সব ছিনিয়ে নেয় তারা! নওগাঁ জমি-জমা নিয়ে পৃথক দু’ স্থানে সংঘর্ষ মাশরাফি মনে করিয়ে দিলেন ,প্রধানমন্ত্রী চেয়েছিলেন তামিম যেন খেলে নিজের ছেলের শুক্রাণুতে “মা” হলেন স্প্যানিশ অভিনেত্রী আনা ওবরেগনের বারবার ব্যর্থ হয়েছে,বাঙালী সংস্কৃতির চেতনাকে রুখে দেবার চেষ্টাকারীরা ’রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

মেতে উঠলেন মেডিকেল শিক্ষার্থীরা সঙ্গে গানে ইমন-সালওয়ার

index 15 1

5 / 100

আগামী ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। মুক্তিকে সামনে রেখে এরইমধ্যে সিনেমার প্রচারণায় সক্রিয় সিনেমার ইউনিট।

index 15 1

সিনেমার প্রধান দুই চরিত্রে ইমন-সালওয়া দুজনকেই দেখা যাবে এমবিবিএস চিকিৎসকের চরিত্রে। যেহেতু সিনেমার পটভূমি চিকিৎসকদের নিয়ে এজন্য সিনেমা হল ও অন্যান্য জায়গায় প্রমোশনের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন ‘বীরত্ব’ সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা।আজ ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের নবীন বরণ অনুষ্ঠান। নবীনদের এদিনকে আরও আনন্দিত করতে ‘বীরত্ব’ টিম পৌঁছায় মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে। শিক্ষার্থীদের সঙ্গে নাচে-গানে মঞ্চ মাতানোর পাশাপাশি সেখান ‘বীরত্ব’ সিনেমা সংশ্লিষ্ট কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে নিরব। এসময় সব শিক্ষার্থীদের হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে ইমন বলেন, ‘আমার ছোটবেলার ইচ্ছা ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। কিন্তু সে আশা পুরণ হয়নি। হয়েছি অভিনেতা। কিন্তু আমার ডিরেক্টর এমবিএস পাস না করিয়েই ডাক্তার রাজু বানিয়ে দিয়েছে। এই সিনেমায় আমি ডাক্তার রাজু হিসাবে রোগী দেখেছি, তাদের ঔষুধ দিয়েছে এবং তারা সুস্থও হয়েছে।”করোনা মহামারির সময় ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে গেছেন এজন্য পৃথিবীর সব ডাক্তারদের সেলুট জানাই। বাংলাদেশে র‍্যাব, পুলিশ অনেক সিনেমা হয়েছে। কিন্তু একজন ডাক্তারের জীবনটাকে সেভাবে কোনো সিনেমায় তুলে ধরা হয়নি। ‘বীরত্ব’তে আমি ডাক্তারদের প্রতিনিধিত্ব করেছি।’সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, ‘ডাক্তারি পেশার প্রতি আমার শ্রদ্ধাবোধ সবসময়ই। এই সিনেমায় আমি ডাক্তারদের বীরত্বের কথাও বলেছি। আপনারা সিনেমাটি হলে গিয়ে দেখলে সেটা অনুভব করতে পারবেন।’এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নিশাত নাওয়ার সালওয়ার। নায়িকা বলেন, ‘আমি এই সিনেমায় ডাক্তার দিনাত চরিত্রে অভিনয় করেছি। আমরা প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। আপনারা হলে গিয়ে গিয়ে সিনেমা দেখলে আমাদের কষ্ট সার্থক হবে।’সিনেমার নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত বলেন, ‘এটা আমার প্রযোজনা প্রতিষ্ঠান পিংপং এন্টারটেইনমেন্ট এর ৩য় সিনেমা। এই সিনেমার গল্প আমাকে পরিচালক যখন শোনাল আমার খুবই ভাল লেগেছিল। একজন ডাক্তার শুধু রোগ নিরাময়ে পাশে থাকে তা না, সমাজের বিভিন্ন ক্রাইসিস মুহুর্তে ডাক্তাররা যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা দেখানো হয়েছে। পুরো পরিবার একত্রে দেখার মতো একটি সিনেমা এটি। আশা করছি সিনেমা দেখে কেউ নিরাশ হবেন না।’পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। ইমন-সালওয়া ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা