হঠাৎ সিদ্ধান্ত বদলের কারণ হিসেবে প্রয়াত রানির প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। ইসিবি বিবৃতিতে বলেছে, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের অসাধারণ জীবন ও সেবার প্রতি সম্মান জানাতে ক্রিকেট শনিবার থেকে পুনরায় মাঠে গড়াবে।’
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত রাখা হয়েছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। শোকাবহ পরিস্থিতিতে ম্যাচ যে হবে- তার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না। তবে শুক্রবার নতুন ঘোষণায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, শনিবার শুরু হবে সিরিজ নির্ধারণী এই টেস্ট। তবে খেলা একদিন স্থগিত থাকায় টেস্টের মেয়াদ বাড়ানো হবে না। অর্থাৎ শনিবার তৃতীয় দিন হিসেবেই খেলা মাঠে গড়াবে।রয়াত রানির প্রতি সম্মান জানাতে এরই মধ্যে পুরো সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচও। এর ফলে প্রিমিয়ার রিগের ১০টি ম্যাচ সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না। হচ্ছে না ৬টি স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচও। সম্মান জানিয়ে ইংল্যান্ডের ন্যাশনাল লিগ, এফএ ট্রফি থেকে শুরু করে তৃণমূলের সব ম্যাচই স্থগিত করা হয়েছে। এর আওতায় রয়েছে গলফ, ঘোড় দৌড়ের মতো প্রতিযোগিতাও। তবে ইসিবি ঘোষণা দিয়েছে শনিবার সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড শুরু হবে। চলমান সিরিজ নির্ধারণী টেস্টটি শুরু হয় বৃহস্পতিবার। ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নিলেও বৃষ্টির কারণে প্রথম দিন কোনও বলই গড়ায়নি। খেলা পরিত্যক্ত হয়ে গেছে।