দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারল না পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে থেমেছে বাবর আজম বাহিনী। ফলে জয়ের জন্য ১২২ রানের মামুলি টার্গেট পেল শ্রীলঙ্কা।
শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কান দলনেতা দাসুন শানাকা। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই পাকিস্তানি ওপেনার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। আউট হন ১৪ রানে।দ্বিতীয় উইকেটে নামা ফখর জামানকে নিয়ে ইতিবাচক ব্যাটিং করতে থাকেন দলনেতা ও ওপেনার বাবর আজম। এরপর ১৩ রানে জামান ও ৩০ রানে বাবর সাজঘরের পথ ধরেন।এই দুই ব্যাটারের আউটের পর সুবিধা করতে পারেননি আর কেউই। ক্ষণে ক্ষণে পড়তে থাকে একের পর এক উইকেট। ১৩ রানে ইফতেখার, ৪ রানে খুশদিল শাহ, শূন্যরানে আসিফ আলি, শূন্যরানে হাসান আলি, ২ রানে উসমান কাদির, ২৮ রানে মোহাম্মদ নেওয়াজ ও এক রানে আউট হন হ্যারিস রউফ। আর কোনো রান না করেই অপরাজিত থাকেন মোহাম্মদ হাসনাইন।