প্রিমিয়ার লিগে শনিবার সপ্তম রাউন্ডের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। চেলসি, লিভারপুল, ম্যানসিটিসহ পাঁচটি ম্যাচ ছিল এদিন। পরদিন ছিল আর্সেনাল, ম্যানইউসহ চারটি ম্যাচ। ওই নয় ম্যাচের সঙ্গে সোমবার সন্ধ্যায় লিডস ও নটিংহ্যাম ফরেস্টের ম্যাচ স্থগিত করা হয়েছে।ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) বৃহস্পতিবার মারা গেছেন। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জ্ঞাপন করে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি সপ্তাহের রাউন্ড স্থগিত করা হয়েছে।প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, সকালেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি বৈঠক ছিল। সেখানে রানির মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়েছে। তার কর্মময় অসাধারণ জীবন ও জাতির প্রতি অবদানের প্রতি সম্মান রেখে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ চলতি সপ্তাহের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
একটি রাউন্ড স্থগিত করায় প্রিমিয়ার লিগের মৌসুম আরও টাইট হয়ে যাবে। কাতারে নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগের সূচি খুবই টাইট হয়ে ছিল। স্থগিত ম্যাচটা কোথায় ফিট করা যায় তা নিয়ে কর্তৃপক্ষের ভাবনা-চিন্তা করতে হবে। আগামী বছরের জানুয়ারির আগে যা নির্ধারণ করাও কঠিন।
তবে শোকটা যখন ব্রিটেনের সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ওইটুকু সমন্বয় ইংলিশ লিগ কর্তৃপক্ষের করতেই হবে। রানির মৃত্যুতে ব্রিটেন জুড়ে বিভিন্ন জায়গায় দশদিন ধরে শোক পালিত হবে। প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার বলেছেন, ‘এই শোক শুধু ব্রিটেনের নয় বিশ্বের কোটি মানুষের। প্রিমিয়ার লিগও এই শোকে সামিল থাকবে।’