" /> নতুন কমিটি পেলো ৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোট - নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
করোনার চেয়েও সাত গুণ ভয়ংকর, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের,আসছে মহামারি ‘ডিজিজ এক্স’ শাহজালালে তিন হাজার ৫০০ ইয়াবাসহ আটক ১ এসবির ওয়েবসাইটের শুভ উদ্বোধন বেগম জিয়াকে বিএনপি গিনিপিগ বানিয়েছে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় : মির্জা ফখরুল বিদেশি প্রভুদের কৃপানির্ভর বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালিয়াকৈরে মাদ্রাসার ওয়াকফা করা জমি জবর দখলের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে কোভিডের ভ্যাকসিনে অবদান রাখায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী সাংবাদিক ইলিয়াসকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বনজ কুমারের মামলায় আইফোন কিনতে বাসা চুরি করে ইমন জাপানকে কাবাডিতে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের ক্রিকেটাররা গণমাধ্যম এড়িয়ে চলছেন নিরাপদ সড়ক চাইয়ের ২৭ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার র‌্যালি সরকার শিশুদের সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী রেনা বিটারের সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের বৈঠক ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিয়ের অনুষ্ঠানের একটি ছবির গল্প ইরাকের সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার মামলায় চার্জশীট দাখিল
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

নতুন কমিটি পেলো ৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোট

index 3 2

5 / 100

‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে এদিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার নানা কারণে তা পিছিয়ে ৮ বছর পর অনুষ্ঠিত হলো। এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে।

index 3 2

দীর্ঘ প্রায় ৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের কেন্দ্রীয় সম্মেলনে গোলাম কুদ্দুছ সভাপতি এবং আহকাম উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন সংগঠনটির ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে হওয়া জাতীয় কাউন্সিলে নতুন এই নেতৃত্ব বাছাই করা হয়েছে।এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল রয়েছেন। তবে হাসান আরিফের মৃত্যুতে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন আহকাম উল্লাহ। তিনি এতদিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।২০২২-২৪ মেয়াদের এই কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সারা যাকের ও লায়লা হাসান।নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ড. মুহাম্মদ সামাদ, সহ-সভাপতি লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, মিনু হক, কামাল পাশা চৌধুরী, মীর বরকত, কুমার বিশ্বজিৎ ও মিজানুর রহমান।নতুন কমিটিতে আহাম্মেদ গিয়াস সহ-সাধারণ সম্পাদক, আজহারুল হক আজাদ সাংগঠনিক সম্পাদক, আক্তারুজ্জামান অর্থ সম্পাদক, মানজার চৌধুরী সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক, শিরিন ইসলাম দফতর সম্পাদক, মীর মাসরুর জামান রনি প্রচার সম্পাদক ও ইকবাল খোরশেদ জাফর প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন তারিক সুজাত, ড. নিগার চৌধুরী, ড. শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, অভিনেতা ফেরদৌস আহমেদ, ফকির সিরাজ, আরিফ রহমান, বুলবুল ইসলাম, অনন্ত হীরা, এম এ আজাদ, মনজুর আলম সিদ্দিকী, শাজনেওয়াজ, ত্রপা মজুমদার, প্রিয়াংকা গোপ, সঙ্গীতা ইমাম, হাসান আবিদুর রেজা জুয়েল, আহসান হাবিব নাসিম, নাসিরুল হক খোকন, ড. বিশ্বজিৎ রায়, আক্তার-উজ-জামান কিরণ, ফয়জুল্লাহ সাঈদ, ঝর্ণা আলমগীর, আনিসা জামান চাঁপা, ড. সোলায়মান কবির, আহসান উল্লাহ তমাল, লিলি ইসলাম, রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তনিমা হামিদ, মাহবুব রিয়াজ, আবুল ফারাহ পলাশ, মাসুদুজ্জামান, শামসুজ্জামান বাবু, অনন্যা লাবনী পুতুল, রওনক হাসান, নবীন কিশোর গৌতম, হানিফ খান, ওয়ার্দা রিহ্যাব, নাঈম হাসান সুজা, এইচ আর অনিক, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, রওশন আরা রুশনী, নাজনিন হাসান চুমকি, বিজন চন্দধ মিস্ত্রি, চৈতালী চৈতী, শহীদুল ইসলাম নাজু, তারেক আলী মিলন, শাহীন আহমেদ, অনিকেত রাজেশ, আবিদা রহমান সেতু, ফারজানা মালিক নিম্মি, ফারহিন খান জয়িতা, এনায়েত করিম বাবলু, হৃদি হক, আতিকুর রহমান উজ্জল, এষা ইউসুফ, জি এম মোর্শেদ, নিয়াজ আহমেদ, তৌফিক হাসান ময়না, কাজী মিজানুর রহমান, মীর জাহিদ হাসান, শেখ শাফায়েতুর রহমান, এফ এম শাহীন, কিরীটি রঞ্জন বিশ্বাস, শামিমা তুষ্টি, মনিরুল ইসলাম, শাহ আলম সিকদার জয়, উর্মীলা শ্রাবন্তী কর, এহসানুল আজিজ বাবু, ফয়জুল আলম পাপ্পু ও ঠান্ডু রায়হান।এ ছাড়াও নাজমুল হাসান পাখী (চট্টগ্রাম), বিপ্লব প্রসাদ (রংপুর), সুকুমার দাস (খুলনা), আমিনুর রহমান ফরিদ (ঢাকা), কামসুল আলম সেলিম (সিলেট), আজমল হোসেন লাবু (বরিশাল), দিলীপ কুমার ঘোষ (রাজশাহী) গোলাম মোস্তফা (ইংল্যান্ড), আহমেদ হোসেন (কানাডা), মাহতাব সোহেল (যুক্তরাষ্ট্র), শামসুল হুদা সেলিম (কানাডা) ও মিথুন আহমেদ (যুক্তরাষ্ট্র) কমিটিতে দায়িত্ব পেয়েছেন।এতদিন সম্মেলন না হওয়ার বিষয়ে গোলাম কুদ্দুছ জানান, প্রতিবার সম্মেলনের সময় হলে নির্বাহী পরিষদকে জানানো হয়েছে। প্রতিবারই জোটের প্রতিনিধিরা কমিটির মেয়াদ বাড়িয়েছেন।এবারের সম্মেলনে ‘অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতির সব শাখার কর্মীদের ঐক্য জোরদার করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়েছে। সংস্কৃতিজনেরা বলেন, দেশ থেকে উচ্চতা-সহিংসতার বীজ নির্মূল করতে হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকালে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় যে সমৃদ্ধ দেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়সহ যে কোনও বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে সাংস্কৃতিক বিকাশের বিকল্প নেই। সে জন্য এই খাতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের প্রতিনিধিরা সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদ্য সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা