বান্দরবান প্রতিনিধিঃ
তৃতীয় বারের মত মিয়ানমার হতে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশে।
শুক্রবার(৯ সেপ্টেম্বর) মিয়ানমারের অভ্যন্তরে গোলা গুলির শব্দ শুনা গেলেও সন্ধ্যার দিকে ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড তমব্রু ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। এ লড়াইয়ে তাঁদের থেকে ছোড়া গোলাবারুদ এবং মোটরসেল বাংলাদেশে সীমানায় এসে পড়ছে। অন্যদিনের মত আজও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আনুমানিক ৪০০-৫০০ রাউন্ড গুলি ও ২০-২৫ টি মর্টার শেল ফায়ারের শব্দ শুনা যায়। ঠিক বেলা ৩ টা ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড তমব্রু ঘোনার পাড়া এলাকায় ক্ষুদ্রাস্ত্রের একটি গুলি এসে পড়ে। এ নিয়ে ফের আতংক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এর আগে গত ২৮ আগষ্ট মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত দুটি মটরসেলের গোলা দুপুর আড়াইটায় নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদ এলাকায় এসে পতিত হয়েছিল তবে গোলা গুলো বিষ্ফোরিত না হওয়ায় কোনপ্রকার হতাহতের ঘটনা ঘটেনি।পরে ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় যুদ্ধ বিমান হতে ফায়ারকৃত ২টি গোলা ঘুমধুম ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় পতিত হয়।
ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে এনডিটিভি জানান, গতকাল গোলাগুলির শব্দ বন্ধ থাকার পর আজ বেলা সাড়ে ৩ টা হতে ফের গোলাগুলির শব্দ শুনা যাচ্ছিল।পরে সন্ধ্যার দিকে নম্বর ওয়ার্ড তমব্রু ঘোনার পাড়া এলাকায় ক্ষুদ্রাস্ত্রের একটি গোলা এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।