রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ জালাল ও মোঃ জাহাঙ্গীর আলম ।
বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২) বিকাল ৫:৩০ টায় রমনা মডেল থানার আউটার সার্কুলার রোড, বড় মগবাজার গ্রান্ডপ্লাজা শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি রমনা মডেল থানার আউটার সার্কুলার রোড, বড় মগবাজার গ্রান্ডপ্লাজা শপিং মলের সামনে মাদকের একটি চালান নিয়ে হাজির হয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ জালাল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।