‘হার্দিক পান্ডিয়া’ হতে চান নারী দলের মারুফা - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> ‘হার্দিক পান্ডিয়া’ হতে চান নারী দলের মারুফা - নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ বোর্ড :
‘জওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ যুক্তরাষ্ট্রের ভিন্নমত গণমাধ্যমের ওপর ভিসানীতি নিয়ে প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধ করেছে অনিয়মের অভিযোগে:স্বাস্থ্য অধিদপ্তর খেলা শুরু হবে ক্যাপ্টেন এলেই: ওবায়দুল কাদের দুই দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা আমেরিকার উত্তরায় বিদেশী মুদ্রাসহ গ্রেপ্তার ৫ সুলতান’স ডাইনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালান লায়লা ও হাকিম, আদালতে পিবিআই গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে চোরের ফোন কলে চোর গ্রেপ্তার ২৬ বছর পরে রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তামিমের কপালে কী আছে ?উত্তাপ ক্রিকেট পাড়া মাশরাফী ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন তামিম কি বিশ্বকাপ দলে থাকবেন ? ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ, কর্তৃপক্ষের ‘নিরবতা’ নিয়ে প্রশ্ন ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে : আইজিপি ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির কাদেরের হুঁশিয়ারি.বিএনপির কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে কারাগারে গিয়ে খালেদাকে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্র স্পষ্ট করল,কানাডা-ভারত দ্বন্দ্ব নিয়ে নিজেদের অবস্থান
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

‘হার্দিক পান্ডিয়া’ হতে চান নারী দলের মারুফা

index 6 1

5 / 100

চার ছেলেমেয়ে নিয়ে মারুফার কৃষক বাবা মোহাম্মদ আইমুল্লার কঠিন জীবন। বড় মেয়েকে বিয়ে দিলেও দুই ছেলে ও এক মেয়ের ভরণ-পোষণ করতে পরিশ্রম বেশিই হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় হতদরিদ্র বাবার কাজে সাহায্য করার বদলে ক্রিকেট খেলার স্বপ্ন দেখা মারুফার কাছে অন্যায় মনে হতো। তার পরেও স্বপ্ন দেখা থামাননি। ঢাকা লিগের সাফল্যই শেষ পর্যন্ত জাতীয় লিগে সুযোগ করে দিয়েছে। সেখানে ভালো করে জাতীয় দলেও সুযোগ পেয়ে গেছেন এই অলরাউন্ডার।

index 6 1

হার্দিক পান্ডিয়ার দারুণ ভক্ত মারুফা আক্তার। ভারতীয় অলরাউন্ডার দুই ভূমিকায় কতটা কার্যকরী তার প্রমাণ চলমান এশিয়া কাপেই দেখা গেছে। ভারতের এই তারকার মতো ব্যাট-বলে বাংলাদেশকে সাফল্যে ভাসাতে চান এই নারী ক্রিকেটারও। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্ষুদে এই ক্রিকেটার। সেখানেই প্রিয় ক্রিকেটার হিসেবে ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কথা জানিয়ে গেছেন।করোনা মহামারী শেষ হওয়ার পর ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে বাজিমাত করেছেন। ডানহাতি এই পেসার বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৩.২১ রান দিয়ে নেন ২৩ উইকেটও। যার মধ্যে এক ম্যাচেই ৭ উইকেট নেওয়ার নজির রেখেছেন। এরপর গত মাসে সিলেটে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় লিগে দেখান আরও বড় চমক। ২.৭৬ ইকোনমিতে বোলিং করে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ শিকারি। সিলেট বিভাগের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। চমক জাগানিয়া এই পারফরম্যান্সের পর স্বাভাবিক ভাবেই বিশ্বকাপ বাছাই পর্বের দলে সুযোগ পেতে নির্বাচকদের নজরে পড়ে গেছেন।সেই ক্রিকেটারটিকেই দেশ ছাড়ার আগে যখন প্রশ্ন করা হলো- কাকে বেশি অনুসরণ করেন? উত্তরে মারুফা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হার্দিক পান্ডিয়া।’ কেন জানতে চাইতেই তার সাবলীল উত্তর, ‘আমার মতো এজন্য।’

আবেগ লুকানোর কাজে খুব একটা পারদর্শী নন পান্ডিয়া। আবার মনে যা আসে, সেটাও নির্দ্বিধায় বলে ফেলেন। এই অদক্ষতা সত্ত্বেও ক্রিকেটীয় দক্ষতার জোরে তিনি ঠিকই সামনে এগিয়ে গেছেন। মারুফা অবশ্য বেশ স্বল্পভাষী। তবে পান্ডিয়ার মতো চোখে-মুখে স্পষ্টই ফুটে উঠে আবেগ।গত বছরের জানুয়ারিতে মারুফার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গণহারে। দেখা গেছে মারুফা তার বাবাকে কৃষি জমি তৈরিতে সাহায্য করছেন। সাধারণত ট্রাক্টর কিংবা হাল দিয়ে জমি চাষাবাদের উপযোগী করা হয়। কিন্তু নিজেদের গরু কিংবা মহিষ না থাকায় কিছুই করার ছিল না। এ অবস্থায় বাবার সঙ্গে ক্ষেতে নেমে পড়েন মারুফা। সর্বশক্তি দিয়ে কাঁদায় মাখামাখি হয়ে মই টেনে জমি সমান করার কাজ করেছেন। ফেসবুকে এই ছবি দেখে মারুফার জন্য অনেকরই মন কেঁদে ওঠে। এরপর বাংলা ট্রিবিউনকে সংবাদ প্রকাশের পর বিসিবি দায়িত্ব নেয় মারুফার। তার কৃষক বাবা এখন মহাখুশি। মারুফার কথায়, ‘উনারা (বাবা-মা)অনেক খুশি হয়েছে যে, আমি এই পর্যন্ত আসতে পেরেছি। বাবা খুশি হয়েছে। বলে যে আরও ভালো খেলতে হবে।’মারুফার মূল অস্ত্র ইনসুইং। তার গতিময় ইনসুইংয়ের কারণে বিভ্রান্ত হন ব্যাটাররাও। অধিনায়ক নিগার সুলতানা তাই তো মারুফাকে ট্রার্মকার্ড হিসেবে দেখছেন। আর সেটি হলে বাংলাদেশের নারী ক্রিকেট দলেরই লাভ। তবে জাতীয় দলে সুযোগ পাওয়া মারুফা কী পেয়েছেন, সেটা এখনও পুরোপুরি অনুভব করতে পারছেন না। অধিনায়ক নিগার সুলতানা জোত্যির কথাতেই সেটি বোঝা গেলো, ‘প্রথম যখন সিলেট থেকে আসি, আমার রুমমেট ছিল। আমাদের রুম থেকে এয়ারপোর্টও দেখা যায়। তো ও(মারুফা) বলছিল, আমি কি প্লেনে উঠবো। অনেক ছোট যেহেতু, তাই রোমাঞ্চিত। তবে ও আসলে এখনো বুঝতে পারছে না, কী পেতে যাচ্ছে বা কী পেয়েছে। এটাই এখন বেস্ট ওর জন্য- না বুঝতে পারা। বুঝে গেলে অনেক কিছু চিন্তা আসে, এখন শুধু নিজের পারফরম্যান্স নিয়েই চিন্তা করতে পারবে।’তার পরেও মারুফাকে নিয়ে দারুণ আশাবাদী জোত্যি, ‘‘যদি বলা হয়- ‘মারুফা তুমি করতে পারো’, তখন ভালো করতে পারে। অন্যান্য চিন্তা থাকে না। পাশাপাশি দুর্দান্ত ফিল্ডারও। যা দলের জন্য প্লাস পয়েন্ট। আমি অনেক আশাবাদী, ও (মারুফা) দলের জন্য কিছু করতে বললে অবশ্যই করে দেবে।’এদিকে নারী দলের কোচ ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মারুফাকে নিয়ে বলেছেন, ‘ওকে (মারুফা) কেউ আনে নাই, ও (মারুফা) নিজের জায়গা করে নিয়েছে। পারফরম্যান্স দেখলেই বুঝবেন, শুধু বোলিং না, ছয়-সাতে ব্যাটিংয়ে অবদান রেখেছে টি-টোয়েন্টিতে যেমন দরকার হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা