একাডেমির সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, লিয়াকত আলী খান, জাসদের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্পাদিকা সাদিয়া শারমিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তালুকদার সারওয়ার হোসেন প্রমুখ।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি জানে নির্বাচনে এলে তাদের পরিণতি কী হবে। তাই তারা নির্বাচন ছাড়াই গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়। তবে এটা জোরের বা সন্ত্রাসের জায়গা না। আপনারা পুলিশের ওপর আক্রমণ করবেন, তাদের খোঁচাবেন, ঢিল মারবেন, বোমা মারবেন, তারা কি আঙুল চুষবে? পুলিশ তাদের দায়িত্ব-কর্তব্য পালন করতে গিয়ে যা খুশি তাই করবে। মানুষের জানমাল রক্ষা করা তাদের পবিত্র দায়িত্ব।’
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল দৈনিক স্বদেশ বিচিত্রা। একাডেমির সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, লিয়াকত আলী খান, জাসদের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্পাদিকা সাদিয়া শারমিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তালুকদার সারওয়ার হোসেন প্রমুখ।