" /> ‘অপারেশন সুন্দরবন’ গা ছমছম করা দুঃসাহসিক গল্পের সিনেমা : র‌্যাব মুখপাত্র - নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
করোনার চেয়েও সাত গুণ ভয়ংকর, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের,আসছে মহামারি ‘ডিজিজ এক্স’ শাহজালালে তিন হাজার ৫০০ ইয়াবাসহ আটক ১ এসবির ওয়েবসাইটের শুভ উদ্বোধন বেগম জিয়াকে বিএনপি গিনিপিগ বানিয়েছে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় : মির্জা ফখরুল বিদেশি প্রভুদের কৃপানির্ভর বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালিয়াকৈরে মাদ্রাসার ওয়াকফা করা জমি জবর দখলের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে কোভিডের ভ্যাকসিনে অবদান রাখায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী সাংবাদিক ইলিয়াসকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বনজ কুমারের মামলায় আইফোন কিনতে বাসা চুরি করে ইমন জাপানকে কাবাডিতে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের ক্রিকেটাররা গণমাধ্যম এড়িয়ে চলছেন নিরাপদ সড়ক চাইয়ের ২৭ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার র‌্যালি সরকার শিশুদের সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী রেনা বিটারের সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের বৈঠক ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিয়ের অনুষ্ঠানের একটি ছবির গল্প ইরাকের সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার মামলায় চার্জশীট দাখিল
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

‘অপারেশন সুন্দরবন’ গা ছমছম করা দুঃসাহসিক গল্পের সিনেমা : র‌্যাব মুখপাত্র

index 5 2

6 / 100

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত এ চলচ্চিত্রটি আগামী ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উন্মোচন করা হয় চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার।

 

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

index 5 2

আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর এমপি। এছাড়াও উপস্তিত র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমাণ্ডার খন্দকার আল মঈন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের শিল্পী কলাকুশলীসহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে চলচ্চিত্র নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের অহংকার। কিন্তু এখানে মুঘল আমল থেকে ছিল দস্যুদের অভয়ারণ্য। আজ সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।’র‍্যাব ৫টি প্রক্রিয়ায় কাজটি করেছে। র‍্যাব সরাসরি অভিযান চালিয়েছে, বিশেষ সক্ষমতা অর্জন করেছে, গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে, স্থলভাগে দস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ২০১৬ সালে দস্যুরা আত্মসমর্পণ শুরু করে। ২০১৮ সালে দস্যুদের ৩২টি বাহিনী আত্মসমর্পণ করে। দস্যুরা চেয়েছিল স্বাভাবিক জীবন। আমরা সেটা করেছি। প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন। সুন্দরবনের হাসি প্রকল্প চালু করেছি আমরা। সেখানে মেয়েদের সেলাই মেশিনের কাজ করানো হয়। ছেলেদের ড্রাইভিং শেখানো হয়েছে। দস্যুদের মোটিভেশনাল ক্লাস নিয়েছি, যেন পুনরায় তারা দস্যুতায় ফিরে না যায়।আমরা স্থানীয় চেয়ারম্যান ও এমপিদের সঙ্গে কথা বলেছি, যেন তাদেরকে সমাজ গ্রহণ করে। তাদের দোকান করে দেয়া হয়েছে, গবাদিপশু কিনে দেয়া হয়েছে, ঘর করে দেয়া হয়েছে।:চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও নির্মাণের সবক্ষেত্রেই সৃজনশীলতার স্বাক্ষর রাখা হয়েছে। শিক্ষণীয় ও ইতিবাচক বিষয়াদির পাশাপাশি বিনোদনের সব উপাদান রেখে ছবিটিকে দর্শকদের কাছে উপভোগ্য করার সকল প্রচেষ্টা রাখা হয়েছে। সব শ্রেণির দর্শকদের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। লোমহর্ষক গা ছমছম করা দুঃসাহসী অপারেশনের সুতোয় গাঁথা এ চলচ্চিত্রটি।’তিনি আরও বলেন, ‘আগামী ৩রা সেপ্টেম্বর ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রথম গান প্রকাশ করেছি। গানটি প্রকাশের পর দর্শক যেভাবে গানটি গ্রহণ করেছে তাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় ‘অপারেশন সুন্দরবন’ টিম সিক্ত। এতো অনুপ্রেরণা পাব আমরা চিন্তা করিনি।’চলচ্চিত্রের বিহাইন্ড দ্য স্টোরি রেডিও ফূর্তিতে বর্তমান চলমান রয়েছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা অন্যরকম ভাবে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের পোস্টার তৈরি করেছি। আমরা এর প্রচারণায় ভিন্নতা আনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হলে গিয়ে আমরা প্রচারণা করব’—বলেন তিনি।এছাড়া পর্দায় না বলা কথা নিয়ে একটি গল্পের বই তৈরি করছেন বলে জানান র‌্যাব মুখপাত্র। বলেন, শিরগিরই বইটি সামনে নিয়ে আসব।এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর প্রিমিয়ার শো আয়োজন করা হবে বলে জানান খন্দকার আল মঈন। জানান, শোতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও বেশ কয়েকজন মন্ত্রী থাকবেন। পাশাপাশি সব বাহিনীপ্রধানকে দাওয়াত দেওয়া হবে। কারণ সুন্দরবন জলদস্যু মুক্ত করতে তাদেরও অবদান রয়েছে। এছাড়া সব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দেশের বাইরে আছে তাদেরকেও প্রিমিয়ারে দাওয়াত করা হবে।চলচ্চিত্রটি র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং বাস্তবায়ন করেছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ (মেজর সায়েম সাদাত), নুসরাত ফারিয়া (তানিয়া কবির, একজন বাঘ গবেষক), জিয়াউল রোশান (লেফটেনেন্ট কমান্ডার রিশান রায়হান), রিয়াজ (ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার), মনোজ প্রামাণিক (সাজু), সামিনা বাশার (পাখি), তাসকিন রহমানসহ (রকিব) অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা