নিজেদের প্রথম ম্যাচে জয় দেখলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) উয়েফা চ্যাম্পিয়নস লীগে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ‘এইচ’ গ্রুপের ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুটি গোলই আসে কিলিয়ান এমবাপ্পের পা থেকে।
মঙ্গলবার পার্ক দি প্রিন্সেসে পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন এমবাপ্পে। নেইমারের বাড়ানো বুদ্ধিদীপ্ত পাস থেকে জুভেন্টাসের জালে বল জড়ান ফরাসি তারকা। ২২তম মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।
৫৩তম মিনিটে জুভেন্টাসের ব্যবধান কমান ওয়েটসন ম্যাকেঞ্জি। এরপর কয়েকবার সমতাসূচক গোলের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় ইতালিয়ান জায়ান্টরা।
দুর্দান্ত সেভে পিএসজির জাল অক্ষত রাখেন গোলরক্ষক দোনরুম্মা। ম্যাচে মোট ৬টি সেভ করেন তিনি।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় জুভেন্টাসের বিপক্ষে এটি পিএসজির প্রথম জয়। আগের ৮ টি ম্যাচে ৬ বারই হেরেছে পিএসজি। ড্র করেছে দু’বার। ৮ বছর পর চ্যাম্পিয়নস লীগে টানা ৫ ম্যাচ জিতলো প্যারিস সেন্ট জার্মেই। ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের নভেম্বরের মধ্যে টানা ৬ ম্যাচ জিতেছিল দলটি।