" />
বিবিসি জানায়, নিহতরা নিজেদের গাড়ি রাখতে ভবনের নিচের তলায় পার্কে প্রবেশ করেছিলেন। কিন্তু আকস্মিকভাবে টাইফুনের কারণে অতিরিক্ত পানির স্রোতে তারা আটকা পড়েন।
দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামনোরের কারণে একটি গাড়ির পার্কে অতিরিক্ত পানি প্রবেশ করে। আকস্মিকভাবে পানি প্রবেশ করায় পার্কের ভেতরে বহু মানুষ আটকা পড়ে। এক উদ্ধার অভিযানে পার্কের ভেতর থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা
ওই গাড়ির পার্ক থেকে আহত অবস্থায় ৩০ বছর বয়সী একজন পুরুষ এবং ৫০ বছর বয়সী একজন নারীকে উদ্ধার করা হয়। তারা ১২ ঘণ্টারও বেশি সময় সিলিং পাইপ ধরে কোনোমতে প্রাণ বাঁচিয়েছেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া শক্তিশালী টাইফুন হিন্নামনোর আঘাত হানে। দেশটির প্রেসিডেন্ট টাইফুনের কারণে সৃষ্ট পরিস্থিতিকে ‘দুর্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।