ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে দলবদলের বাজারে একটা দলই রেকর্ড টাকা ঢেলেছিল- চেলসি। এক মৌসুমে এত অর্থ ব্যয় করেনি আরও কেউ। তার পরেও চ্যাম্পিয়নস লিগ অভিযাত্রায় শুরুটা হলো হতাশায়। দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হারের পর এবার কোচ টমাস টুখেলকে আকস্মিকভাবে ছাঁটাই করে দিয়েছে চেলসি। তাতে ২০ মাস স্থায়ী হলো টুখেল- অধ্যায়।
বিবৃতিতে চেলসির নতুন মালিক টড বোয়েলি এখন কোচিং স্টাফদের আপাতত দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন।ক্লাব বলেছে, তারা বিশ্বাস করে নতুন কোচ আনার এটাই সঠিক সময়, ‘মালিকানা প্রাপ্তির ১০০ দিন পর কর্তৃপক্ষ বিশ্বাস করে রূপান্তরের এটাই সঠিক সময়।’এ সময় ক্লাবের সবার পক্ষ থেকে টুখেলের ও তার স্টাফদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে। আরও বলা হয়েছে, চেলসিতে টুখেলের যে অর্জন- চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ; তার জন্য তিনি ক্লাব ইতিহাসের একটি অংশ বলে বিবেচিত হবেন।
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় গত বছরের ২৬ জানুয়ারি নিয়োগ পান টুখেল। চার মাস পর দলের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়েও অবদান রাখেন। পরে জিতেছেন উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপাও। ইপিএলে মৌসুমের শুরুটাও ভালো হয়নি। ৬ ম্যাচে জয় ৩টি। পয়েন্ট টেবিলেও অবস্থান করছে ৬ নম্বরে।