ম্যাচের শুরুতে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমত্রণ জানান পাকিস্তানি দলনেতা বাবর আজম। দুই ওপেনারের কল্যাণে শুরুটা ভালো ছিল আফগানিস্তানের। ঝড়ো সূচনায় ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। ১১ বলে ১৭ রানে ফেরেন ওপেনাট রহমানুল্লাহ গুরবাজ। আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাই করেন ১৭ বলে ২১ রান।
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের রাউন্ড রবিনপর্বের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রান তুলতে পেরেছে আফগানরা। ফলে এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে হলে বাবর আজমদের দরকার ১৩০ রান
এরপর দেখে-শুনেই খেলছিলেন করিম জানাত ও ইব্রাহিম জাদরান। ১৫ রানে আউট হন করিম আর ৩৫ রান করে ফিরেছেন ইব্রাহিম।
এরপরের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে নাজিবুল্লাহ জাদরান ১০ ও মোহাম্মদ নবি আউট হন শূন্যরানেই। আর ১০ বলে ১০ রানে আজমতুল্লাহ ওমরজাই ও ১৫ বলে ১৭ রানে রশিদ খান অপরাজিত থাকেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন হ্যারিস রউফ। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।