নেপালের ক্রিকেটার হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খুব কদর আছে সন্দীপ লামিচানের। কার্যকরী লেগ স্পিনে প্রতিপক্ষকে বিপদে ফেলতে ভীষণ সিদ্ধহস্ত। আবার নেপালের জাতীয় দলেরও অধিনায়ক তিনি। তারকা এই ক্রিকেটার এবার সংবাদ শিরোনাম হলেন অনৈতিক কাণ্ডে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ১৭ বছর বয়সী এক কিশোরী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাঠমান্ডু পোস্ট। নেপালের পুলিশের এক মুখপাত্র টেক প্রসাদ রায় বলেছেন, ওই কিশোরী তার অভিভাবককে সঙ্গে নিয়ে অভিযোগ
দায়ের করেছেন। অভিযোগ করেছেন, লামিচানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রায় বলেছেন, ‘একজন নাবালিকা নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তার পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।’
ওই ঘটনার পর বুধবার জরুরি সভা ডেকেছে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে লামিচানে সিপিএল খেলতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় অবস্থান করছেন। তিনি নেপাল ছেড়েছেন ২২ আগস্ট। অভিযোগ অনুযায়ী তার আগের রাতেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। পর দিন তিনি কেনিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। কিছুদিন আগে কেনিয়ার সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নেপাল।