এশিয়া কাপের সুপার ফোর-এর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে ভারত। মঙ্গলবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের বড় লক্ষ্য দিয়ে তারা আটকাতে পারেনি শ্রীলংকাকেও। ৬ উইকেটে জিতে এশিয়া কাপের ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত করে ফেলেছেন লংকনরা। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪।
অন্যদিকে, সুপার ফোর-এর দুই ম্যাচেই হেরে ভারতের পয়েন্ট শূন্য। তবুও ফাইনালে উঠতে পারেন রোহিত শর্মারা! ভাবছেন পাগলের প্রলাপ বকছি? এমনটা ভাবাই স্বাভাবিক। কিন্তু আসলেই ভারতের সামনে এখনো এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। তবে সেই পথটা অনেক কঠিন এবং অনিশ্চয়তায় ভরা।
এখন প্রশ্ন হলো, কীভাবে ফাইনালে উঠতে পারে ভারত? এ ক্ষেত্রে বিরাট কোহলিদের তাকিয়ে থাকতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দিকে। বাবর আজমদের সামনে দুটি ম্যাচ রয়েছে। একটি উড়তে থাকা শ্রীলংকার সঙ্গে, অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। এই দুটি ম্যাচেই পাকিস্তানকে হারতে হবে। এমনটা কি হবে?
শুধু তাই নয়, ভারতের একটি ম্যাচ আছে আফগানিস্তানের বিপক্ষে। সেটিতে তাদের বড় ব্যবধানে জিততে হবে। এমনটা যদি ঘটে তবে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান- এই তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। তাতে যদি ভারত এগিয়ে থাকে, তবেই ফাইনাল খেলার সুযোগ মিলবে তাদের।
পথটা বেশ কঠিন এবং প্যাঁচালো তাই না? হ্যা, সত্যি তাই। তবে এটাও সত্যি, ক্রিকেট অনিশ্চয়তারই খেলা। যেকোনো সময় যেকোনো কিছু ঘটা অস্বাভাবিক কিছু নয়। তার নজির বারবার দেখেছেও ক্রিকেট বিশ্ব। এখন শেষ পর্যন্ত কী হয়, শ্রীলংকার সঙ্গে কারা খেলেন এশিয়া কাপের ফাইনাল, সেটাই দেখার।