" />
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি দল ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করেছে । গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য মো. আখতারুজ্জামানের উদ্বোধন করেন। ব্রেইল থেকে অন্য ভাষায় টেক্সট রূপান্তরের সফটওয়্যার থাকলেও বাংলায় এটিই প্রথম সফটওয়্যার।ঢাবির তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ শোয়াইব ও তাঁর দল এই সফটওয়্যারটি তৈরি করেন।
এ সময় মুহাম্মদ শোয়াইব সফটওয়্যারটির কার্যপ্রণালী বর্ণনা করেন। তিনি বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের লিখিত ব্রেইল টেক্সটকে বাংলায় রূপান্তর করা যাবে।
দলের অন্য সদস্যরা হলেন একই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদুল কবির, শিক্ষার্থী মিনহাজ কামাল, আতিক আহমেদ, মো. আরমান হোসেন ও সাদিকুল হক সাদি।
উপাচার্য মো. আখতারুজ্জামান এই সফটওয়্যার উদ্ভাবনের জন্য গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি ব্যবহারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা তাঁদের প্রতিভার বিকাশ ও সৃষ্টিশীল কর্মকাণ্ড সবার কাছে পৌঁছাতে পারবে।