সিরাজগঞ্জের শাহজাদপুরে চার তলা ভবনের ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের খুশবু মঞ্জুর (১৯) নামে এক কাম্মীরি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, মঙ্গলবার সকালে জেলার শাহজাদপুরে স্ট্যাডি ট্যুরে গিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত খুশবু মঞ্জুর কাম্মীরের বাসিন্দা আহম্মেদ তারাইয়ের মেয়ে। নিহত শিক্ষার্থী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবুসহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। দুপুরে খাবার শেষে খুশবু চার তলা ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে ওই ছাত্রীকে ওই দিন বিকালে মেডিকেলে আনা হয়। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে কাশ্মীরি ছাত্রীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে।
নিহতের পরিবারের সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ যোগাযোগ করছে বলে ওসি জানান।