চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান এশিয়া কাপে ম্যাচে । এ ম্যাচে দারুণ ব্যাটিং করে দলের জয়ে অবদান রাখেন মোহাম্মদ রিজওয়ান। তবে ম্যাচ শেষেই ইনজুরির কারণে হাসপাতালে নেওয়া হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারকে।
মূলত ভারতের ব্যাটিংয়ে কিপিংয়ের সময় ডান পায়ে চোট পান রিজওয়ান। ডান পায়ের এই চোট নিয়েও ব্যাটিং করে যান তিনি। যেখানে দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। যদিও পুরো ব্যাটিংয়ের সময়ই অস্বস্তিতে ভোগেন তিনি।
এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, রিজওয়ানের চোট কতটা তা নির্ধারণের জন্য আজ সতর্কতাসরূপ একটি এমআরআই স্ক্যান করা হবে।
এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পান রিজওয়ান। সেবার ম্যাচের মাঝেই তাকে হাসপাতালে যেতে হয়েছিল এবং সুস্থ হয়ে ফের মাঠে এসে ব্যাটিং করেন। পাকিস্তান দলে এই এশিয়া কাপেই বেশ কয়েকজন তারকা ইনজুরির কারণে ছিটকে গেছেন।