" />
পিএসজির জার্সিতে তার দ্বিতীয় মৌসুমের শুরুতে আগুন ফর্মে আর্জেন্টাইন তারকা। লিগে এরই মধ্যে তিন গোল করেছেন, পাঁচ গোলে সহায়তা দিয়েছেন। যেন বার্সার সেই মেসি ছন্দে ফিরেছেন। বার্সেলোনার হয়ে লা লিগায় মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়ে পিএসজি যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু প্রথম মৌসুমে প্যারিসিয়ানদের হয়ে ভালো করতে পারেননি তিনি।সেরা ফর্মে ফেরা এই মেসি পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সার্জিও আগুয়েরা। তিনি বলেছেন, ‘যে দলে মেসি আছে, ওই দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা সবসময়ই আছে।’
ম্যানসিটি কিংবদন্তি মেসির মানসিকতা নিয়ে বলেন, ‘মনে হচ্ছে মেসি ছন্দ ফিরে পেয়েছে। লিও’র ওই জয়ের মানসিকতা আছে। যা যেকোন দলকে যেকোন শিরোপা এনে দিতে পারে।’
পিএসজি এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেছে। সঙ্গে ইউরোপ সেরার শিরোপা জেতা মেসি-নেইমার আছে। যেটা পিএসজি’র চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশার পালে হাওয়া দেবে বলে মনে করেন তিনি।
পিএসজির চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার রাতে। প্রথম ম্যাচে ইতালির জায়ান্ট জুভেন্টাসের মুখোমুখি হবে ক্রিস্টোফার গালতিয়েরের দল।