ঘটনার পেছনে ফিরে যাওয়া যাক। লিগ ম্যাচে মন্টিপেলিয়ের বিপক্ষে প্রথম পেনাল্টি নিয়ে মিস করেন এমবাপ্পে। দ্বিতীয় পেনাল্টি নিতে আসেন নেইমার। সেটা নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এরপর কোচ পেনাল্টি নিয়ে ‘শান্তি চুক্তি’ করান দু’জনকে।
বানরের রুটি ভাগ করার গল্প কি কিলিয়ান এমবাপ্পেও জানেন? ওই গল্পই তিনি মনে করিয়ে দিয়েছেন। পিএসজি’র পেনাল্টি নিয়ে ওই গল্পের মতোই ইঙ্গিত করেছেন। বলেছেন, ‘আমাদের রুটিটা ভাগ করে খাওয়ার নিয়ম জানতে হবে।’ প্রথম পেনাল্টি নেবেন এমবাপ্পে। দ্বিতীয় পেনাল্টি নেবেন নেইমার। কিন্তু মোনাকোর বিপক্ষে প্যারিসের দলটি পেনাল্টি পেলে শট নেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দলটির ফাস্ট পেনাল্টি টেকার কে? জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি পেলে শট কে নেবেন? এই প্রশ্ন তাই উঠেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় পিএসজির মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে এমবাপ্পে দিলেন উত্তর, ‘নেইমারের সঙ্গে আমার ছয় বছরের জুটি। সম্পর্কটা কখনও শীতল ছিল, কখনও উষ্ণ। কিন্তু সব কিছুর বাইরে সম্পর্কটা সম্মানের। তার প্রতি এবং দলে তার প্রভাবের উপর আমার অগাধ সম্মান আছে।’
জুভদের বিপক্ষে পেনাল্টি কে নেবেন এমন প্রশ্নে ফ্রান্সম্যান বলেন, ‘জানি না, মাঠে গিয়ে দেখা যাবে। মাঠে পরিস্থিতি কী থাকবে বিষয়টি তার ওপর নির্ভর করবে। আপনি প্রথম পেনাল্টি টেকার মানে এই নয় যে, সব পেনাল্টি শট আপনিই নেবেন। আমাদের রুটি ভাগ করে খাওয়াটাও জানতে হবে।’