ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জিয়াউল আহসান।
এ সেনা কর্মকর্তাকে প্রেষণে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চাকরি ন্যস্ত করে সোমবার (৫ সেপ্টেম্বর) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় । রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
গত জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পান জিয়াউল আহসান। ২১ জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।