সোমবার এক সংবাদ সম্মেলনে হকির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে সাকিব জানান, তিনি মনে করেন হকিতে ভালো সম্ভাবনা আছে। হকি নিয়ে উদ্যোগ নিলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে। হকি নিয়ে বড় করে উদ্যোগ নেওয়া হলে তিনি পাশে থাকবেন বলেও উল্লেখ করেন। হকির সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
হকি ফেডারেশনের আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছে তার অংশীদারিত্ব থাকা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।তিনি বলেন, ‘আমরা স্পোর্টসের সঙ্গে থাকতে চাই। ওই চিন্তা থেকে হকির সঙ্গে যাত্রা শুরু করলাম। আশা করি, আমরা স্পোর্টসের সঙ্গে থাকতে পারবো। শুধু ক্রিকেট, ফুটবল কিংবা হকি নয় দেশের যত ধরনের খেলা আছে, সামগ্রিকভাবে সবগুলোর সঙ্গে আমরা আস্তে আস্তে যুক্ত হতে চাই।’ হকির সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘হকি বিশ্বকাপে অংশ নেয় ১৬টি দল। বাংলাদেশ হকি র্যাংকিংয়ে ২৭তম অবস্থানে আছে। খুব বেশি তো দূরে না। সবাই চেষ্টা করলে, এখানে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে বাংলাদেশের হকিতে বিশ্বকাপ খেলা সম্ভব।’