রোববার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের অবসর
হতবাক সতীর্থরা। টি-টোয়েন্টিতে মুশফিকের অবদানের কথা জানিয়ে অনেকে ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছন।
উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠের ভেতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। টি-টোয়েন্টি অবসর শুভ হোক মুশফিক রহিম ভাই। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।
২২ গজে মুশফিকের সাথে তার একটি ছবি দিয়ে মাহমুদুল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনও ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।