দীর্ঘ ৭ বছর কর্মক্ষম থাকার পরে,আজ এই বিশ্বের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে,গত ৩০ শে জুন বেকার হয়ে মানবেতর জিবন যাপন করে যাচ্ছে
দ্রব্যমূল্যর উধ্গতির মধ্যে যেখানে চাকরিজীবিরাই জিবন চালাইতে হিমশিম খাচ্ছে,সেখানে এই ৫১২ জন বেকার হয়ে কিভাবে জিবন যাপন করে।
অনেক কর্মচারিগণ দির্ঘদিন আন্দোলন চালিয়ে অসুস্থ হয়ে পড়ায় অর্থের অভাবে চিকিৎসা পর্যন্ত চালাতে পারছে না।
তা তারা আজ একশত এক তম দিনে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের,কর্তপক্ষের কাছে দুই হাত তুলে জোর দাবি করছে। এই দক্ষ কর্মচারীদের দ্রুত দপ্তরের যুক্ত করে দপ্তরের উন্নয়ন কার্যক্রম অব্যহত রাখার, পাশাপাশি ৫১২ জন কর্মচারী সহ তাদের পরিবারের সদস্যদের বেচে থাকার নিশ্চয়তার জন্য অনুরোধ করেন।বক্তব্য রাখেনসাইদুর রহমান,সভাপতিজসিম উদ্দিন,সাধারন সম্পাদকসাইদুর রহমান,সি সহ সভাপতি মোঃ সুমন হোসেন কোষাধ্যক্ষ্যরকিবুজ্জামান,সুমন সরকার,দেবরাজ,মনোয়ারা,রিমা